বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিবেশ দূষণ কমাতে জ্বালানির বিকল্প পথ এখন বিদ্যুৎ চালিত গাড়ি ও মোটরবাইক। সব দেশেই এই সবুজ যানবাহন ব্যবহার করার জন্য উত্সাহ করা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের চোখরাঙানি কমাতে অনেকেই পেট্রল চালিত স্কুটার ও বাইক ছেড়ে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন।
এই ধরনের বাইকের জটিলতা অনেক কম। তাই আট থেকে আশি সকলের কাছেই ভরসাযোগ্য হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক। আজ আপনাদের এমনই একটি দু চাকার কথা বলব যার চমক শুধু বিদ্যুৎ চালিত ব্যাটারি নয় বরং তার ওজন এবং গতিও চমক লাগার মতো।
এই ইলেকট্রিক বাইকের নাম হল Thomus Twinner T11। সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক দু চাকা। বিদ্যুৎ চালিত এই বাইকের ওজন মাত্র 32 কেজি। বর্তমানে যে সব বাইক, বাই-সাইকেল কিংবা স্কুটার বাজারে বিক্রি হয় তাদের ওজনের থেকে অনেকটাই কম T11 এর।
ইলেকট্রিক বাইকে কী ফিচার্স?
এতে রয়েছে 1,638WH ব্যাটারি সঙ্গে স্মার্ট চার্জিং। বাইকে রয়েছে একটি রিয়ার ক্যামেরাও। দাবি করা হয়েছে মাত্র 3.6 সেকেন্ডে 45 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে Thomas Twinner T11। শহরতলির মধ্যে ঘোরা থেকে শুরু করে স্কুল-কলেজ, অফিস, বাজার ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য এই বাইক ব্যবহার করা যেতে পারে।
আলোচিত ইলেকট্রিক বাইকে আরও অনেক ফিচার্স রয়েছে যেমন – 12 স্পিড পিনিওন গিয়ারবক্স, হ্যান্ডেলবার থেকেই এই গিয়ার নিয়ন্ত্রণ করা যাবে। বাইকের সামনে ও পিছন উভয় জায়গাতেই রয়েছে লাইট। এ ছাড়া মিলবে 3.5 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে নানা তথ্য দেখা যাবে। উপরন্তু, স্মার্টফোন কানেকশন করার সুবিধাও মিলবে।
বাড়িতে বসে ইলেকট্রিক বাইকের লোকেশন ট্র্যাক করা যাবে মোবাইল থেকেই। Thomus Twinner T11 ইলেকট্রিক বাইক সর্বোচ্চ 70 এনএম টর্ক (Torque) তৈরি করতে পারে। রঙের ক্ষেত্রে একাধিক বিকল্প রয়েছে যেমন – ব্ল্যাক স্যাটিন, হোয়াইট স্যাটিন, পেট্রল ব্লু এবং আইস ব্লু।
কত দাম?
টুইন স্মার্ট হাব দ্বারা এটির ডিসপ্লে নিয়ন্ত্রণ করা যাবে। এই দুরন্ত ইলেকট্রিক বাইক কেনার জন্য খরচ করতে হবে 10,915 ডলার। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে Thomus Twinnner T11। গ্রাহকদের কাছে ইলেকট্রিক স্কুটারের দারুণ বিকল্প হয়ে উঠেছে হালকা ওজনের এই ব্যাটারি চালিত বাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।