বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডা বাজারে নতুন মোটরসাইকেল আনল। মডেল হোন্ডা শাইন ১০০। হোন্ডার জনপ্রিয় সিরিজ শাইন। এবার এই সিরিজে ১০০ সিসির নতুন বাইক আনল জাপানি প্রতিষ্ঠানটি। ভারতে এই বাইকের দাম ৬৪ হাজার ৯০০ রুপি। বাইকটি বাংলাদেশের বাজারে আসবে কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রকৃত কমিউটার মোটরসাইকেল হোন্ডা শাইন ১০০ মডেল। হিরো স্প্লেন্ডরকে লড়াই দিতে এবং ক্রেতাদের সস্তা ভালো মাইলেজ সম্পন্ন বাইক তুলে দিতে এই মডেল হাজির করেছে প্রতিষ্ঠানটি।
হোন্ডা শাইন ১০০ মডেলে রয়েছে ৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড প্রযুক্তির ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.২৮ ব্রেক হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
এই ইঞ্জিন সম্পূর্ণ ওবিডি-২ নিয়ম মেনেই বাজারে এসেছে। হোন্ডার দাবি, এই বাইক টপ ক্লাস জ্বালানি দক্ষতা দেবে চালকদের। প্রতি লিটারে মাইলেজ দেবে ৬৫ কিলোমিটার। বাইকটির ওজন ৯৯ কেজি, ফুয়েল ট্যাংক পাওয়া যাবে ৯ লিটার।
শাইন ১০০ মডেলের বাইকের সিটের উচ্চতা ৭৮৬ মিলিমিটার। দুই চাকাতেই মিলবে ড্রাম ব্রেক, সাসপেনশন রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং ডুয়াল রিয়ার শক অ্যাবসর্বার।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.