বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্যতম টু হুইলার ব্র্যান্ড হোন্ডা, এর ঝুলিতে রয়েছে বাইক ও স্কুটারের মন মাতানো সম্ভার। তবে কেবল মন মাতানো সম্ভারের জন্য এর জনপ্রিয়তা নয়, হোন্ডা বরাবর খেয়াল রেখেছে মধ্যবিত্তের সাধ্যের ওপর। সস্তা দামের এবং ভালো মাইলেজ এর জন্য ইতিমধ্যে গ্রাহকদের মনে অন্যতম জায়গা দখল করে নিয়েছে।
সম্প্রতি এবার ফের মার্কেট কাপাতে হাজির হয়েছে এই কোম্পানি। ফাটাফাটি কমিউটার মোটরবাইক Honda Shine125, যার সম্প্রতি OBD2 ভার্সন লঞ্চ করে ফেলেছে সংস্থা। গত সপ্তাহেই নতুন রূপে বাজারে এসেছে Honda Unicorn, উভয় বাইক দুর্দান্ত মাইলেজ দেবে রাইডারদের।
Honda OBD2- এই মোটরসাইকেলের ইঞ্জিনে OBD2 কম্প্লায়েন্ট (অন বোর্ড ডায়াগনস্টিক) দেওয়া হয়েছে যা অনেকাংশে দূষণ নিয়ন্ত্রণ করবে সঙ্গে ভালো মাইলেজ দেবে। ১২৪ সিসি ইঞ্জিন রয়েছে এই বাইকে যা ১০.৭২ হর্সপাওয়ার এবং ১০.৯ এনএম টর্ক তৈরী করতে সক্ষম। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। বাইকটির রাইডিং রেঞ্জ ৭১৫ কিলোমিটার আর সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘন্টা।
তবে সব থেকে আকর্ষণীয় এর মাইলেজ। কমিউটার বাইক গুলির মধ্যে এর মাইলেজ দারুন। প্রতি লিটারে ৬৫ কিমি মাইলেজ দেয় এই মোটরসাইকেল। এরই পাশাপাশি বাইকটিতে সাস্পেনশনের ক্ষেত্রে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং হাইড্রোলিক রিয়ার সাসপেনশন। ব্রেকিং এর ক্ষেত্র থাকবে দুই চাকাতেই ড্রাম ব্রেক। প্রতিদিন যাতায়াতের জন্য অন্যতম অপশন হতে পারে এই বাইকটি। কিন্তু বাইকটির একটি ফিচার্সে কিছুটা হতাশ হতে পারেন চালকরা। বাইকের হেডলাইট এলইডি থাকলেও টেল লাইট এবং টার্ন সিগন্যাল রয়েছে হ্যালোজেন। এক্ষেত্রে আপডেটেড ভার্সনে কোন বদল করেনি হন্ডা।
দাম- নতুন হোন্ডা সাইন ১২৫ এর দাম মাত্র ১১১৩ টাকা বাড়ানো হয়েছে। মোটর বাইকের ড্রাম ভেরিয়েন্ট এর দাম ৭৯ হাজার ৮০০ টাকা। এবং ডিস্ক ভেরিয়েন্টের দাম ৮৩৮০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।