বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা ১২৫। সাশ্রয়ী দামের এই স্কুটার এলো নতুন ফিচারে। সম্প্রতি স্কুটারটিতে একগুচ্ছ আপডেট দেওয়া হয়েছে।
নতুন আপডেটে ডিজাইনেও রয়েছে চমক। আর কয়েকদিনের মধ্যেই মডেলটির বিক্রি শুরু হবে। চলুন তাহলে নতুন অ্যাক্টিভা ১২৫-এর বিশদ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এর নতুন মডেল দুইটি ভ্যারিয়েন্টে এসেছে – ডিএলএক্স এবং এইচ-স্মার্ট। প্রথমটির দাম ভারতে ৯৪ হাজার ৪২২ রুপি। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ৯৭ হাজার ১৪৬ রুপি। উভয় ভ্যারিয়েন্টের ডিজাইনেই আপডেট দেওয়া হয়েছে। কিন্তু টপ-স্পেক ভ্য়ারিয়েন্ট এইচ-স্মার্ট সম্পূর্ণ নতুন ফিচার পেয়েছে।
হোন্ডা তাদের ১২৫ সিসি স্কুটারে একটি নতুন ৪.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে দিয়েছে। এটি ব্লুটুথ সমর্থন করে। কোম্পানির হোন্ডা রোড সিঙ্ক মোবাইল অ্যাপের মাধ্যমে ব্লুটুথ দ্বারা টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে কানেক্ট করে এর সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া রয়েছে একটি সি-টাইপ চার্জিং পোর্ট। ফলে রাস্তায় চলতে চলতেও মোবাইল চার্জ করা যাবে।
অ্যাক্টিভা ১২৫ একটি সিঙ্গেল সিলিন্ডার ওবিডি ২বি ভিত্তিক ইঞ্জিনসহ এসেছে। এটি থেকে আগের মডেলের সমান শক্তি উৎপন্ন হবে। তবে নতুন প্রযুক্তি যোগ হওয়ার ফলে এখন মাইলেজ কেমন মিলবে, সে প্রসঙ্গে কোন তথ্য প্রকাশ করেনি হোন্ডা। মডেলটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম, এতে জ্বালানি কম পুড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।