নতুন ২ অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনল হোন্ডা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জাপানি হোন্ডা নতুন দুই মোটরসাইকেল এনেছে। এগুলো হলো সিবিআর৬০০আর এবং এনএক্স৫০০। এর মধ্যে প্রথমটি সুপারস্পোর্ট বাইক। দ্বিতীয়টি অ্যাডভেঞ্চার ট্যুরার।

হোন্ডা নতুন দুই মোটরসাইকেল

সম্প্রতি ইতালির মিলানো শহরে অনুষ্ঠিত ইআইসিএমএ ২০২৩ এর ইভেন্টে এই নতুন দুই মোটরসাইকেল উন্মোচন করে হোন্ডা।

প্রায় ৬ বছর আগে সিবিআর৬০০ আর মডেলের বিক্রি বন্ধ করে দিয়েছিল হোন্ডা। তবে নতুন মডেল উন্মোচন হওয়ার পর অনেকে মনে করছে, বাজারে বাইকের রি-এন্ট্রির মাধ্যমে প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রতিষ্ঠানটি। এই বাইকের সঙ্গে অ্যাডভেঞ্চার বাইক সিবি৫০০এক্স মডেলের রিব্র্যান্ড ভার্সন এনএক্স ৫০০ এনেছে হোন্ডা।

হোন্ডা সিবিআর৬০০আর মডেলের ফিচার

হোন্ডা নতুন দুই মোটরসাইকেল১

একাধিক আপডেট থাকছে এই মোটরসাইকেলে। এতে রয়েছে ৫৯৯ সিসির ৪ সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১৯ হর্সপাওয়ার এবং ৬৩ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের দুই দিকেই রয়েছে ১৭ ইঞ্চি হুইল। ডিজাইনের কথা যদি বলি, তাহলে বেশ চমকপ্রদ লুক রাখতে চলেছে হোন্ডা। থাকবে টুইন পড হেডল্যাম্প, আন্ডার সিট এক্সহস্ট সিস্টেম।

বাইকের ফিচার্স রয়েছে পাঁচটিটি রাইডিং মোড, কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ৯ লেভেল টর্ক কট্রোল, হুইলি কন্ট্রোল, রিয়ার লিফ্ট কন্ট্রোল এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যাল।

হোন্ডা এনএক্স ৫০০ মডেলের ফিচার

এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকে নতুন লুক দিয়েছে হোন্ডা। থাকছে বড় উইন্ডস্ক্রিন, স্লিক এলইডি হেডল্যাম্প, বাইকের চাকা রয়েছে আগের থেকে হালকা। যা বাইকের ওজন সামগ্রিক ওজন ৩ কেজি কমিয়ে এনেছে। এই মোটরসাইকেলে রয়েছে ৪৭১ সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার এবং ৪৩.২ এনএম টর্ক তৈরি করতে পারে।

বাইকে ফিচার্স হিসাবে মিলবে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, সঙ্গে স্মার্টফোন কানেক্টিভিটি এবং এলইডি লাইটিং।