বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানের হোন্ডা নতুন অ্যাডভেঞ্চার স্কুটার নিয়ে বাজারে হাজির হচ্ছে। নতুন স্কুটারটি হোন্ডা এডিভি ১৬০-এর আপডেটেড মডেল। ২০২৪ সালের শুরু দিকেই স্কুটারটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে যাবে। বেশ কিছু কসমেটিক আপডেট পাচ্ছে স্কুটারটি। পাশাপাশি একটি নতুন কালার অপশনও যোগ করা হচ্ছে গাড়িটির।
২০২৪ এডিশনের হোন্ডা এডিভি ১৬০ স্কুটারের নতুন কালার অপশনটি হল বসপরাস ব্লু কালার। এই নতুন কালার ভ্য়ারিয়েন্টের বিশেষত্ব হল, কিছু কালো পার্ট থাকছে এর। এখন এই নতুন মডেলটি যুক্ত হওয়ার ফলে স্কুটারের মোট চারটি কালার ভ্যারিয়েন্ট হয়ে গেল- ম্যাট ব্ল্যাক, পার্ল স্মোকি গ্রে, ম্যাট ডাহিলা রেড এবং নতুন পার্ল বসপারাস ব্লু।
এই কালার আপডেট ছাড়া স্কুটারটির ডিজ়াইন অনেকটা তার ২০২৩ ভার্সনের মতোই। সিঙ্গেল পিস সিট, লম্বা উইন্ডস্ক্রিন, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল রিয়ার শক, দুই এন্ডেই ডিস্ক ব্রেক এবং সাইড স্লাং এগসস্ট রয়েছে। এছাড়া এলইডি লাইটিং, একটি এলসিডি ড্যাশ, ২৯ লিটারের স্টোরেজ, ফোন চার্জ করার জন্য পোর্ট-সহ আরও অনেক কিছুই রয়েছে।
পাওয়ারের জন্য নতুন ভার্সনের এডিভি স্কুটারতি থাকছে ১৫৪ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা ১৬ বিএইচপি এবং ১৫ এনএম পিক টর্ক দিতে পারে।
হোন্ডা এই নতুন স্কুটারে থাকছে আইডল স্টার্ট-স্টপ সিস্টেম, এনহ্যান্সড স্মার্ট পাওয়ার এবং একটি এসিজি স্টার্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।