ফের নতুন অ্যাডভেঞ্চার স্কুটার নিয়ে আসছে Honda

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক দিন আগেই Hero MotoCorp একটি নতুন অ্যাডভেঞ্চার স্কুটারের পর্দা উন্মোচন করেছিল। EICMA শীর্ষক ইভেন্টে সেই Hero Xoom 160 অ্যাডভেঞ্চার স্কুটারটির ঝলক দেখানো হয়েছিল। তার ঠিক এক সপ্তাহ যেতে না যেতেই প্রতিযোগী সংস্থা Hondaও তাদের নতুন অ্যাডভেঞ্চার স্কুটার নিয়ে এল। নতুন স্কুটারটি আসলে Honda ADV 160-এর আপডেটেড মডেল। 2024 সালের শুরু দিকেই স্কুটারটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে যাবে। বেশ কিছু কসমেটিক আপডেট পাচ্ছে স্কুটারটি। পাশাপাশি একটি নতুন কালার অপশনও যোগ করা হচ্ছে গাড়িটির।

2024 Honda ADV 160 স্কুটারের নতুন কালার অপশনটি হল বসপরাস ব্লু কালার। এই নতুন কালার ভ্য়ারিয়েন্টের বিশেষত্ব হল, কিছু কালো পার্ট থাকছে এর। এখন এই নতুন মডেলটি যুক্ত হওয়ার ফলে স্কুটারের মোট চারটি কালার ভ্যারিয়েন্ট হয়ে গেল- ম্যাট ব্ল্যাক, পার্ল স্মোকি গ্রে, ম্যাট ডাহিলা রেড এবং নতুন পার্ল বসপারাস ব্লু।

এই কালার আপডেট ছাড়া স্কুটারটির ডিজ়াইন অনেকটা তার 2023 ভার্সনের মতোই। সিঙ্গেল পিস সিট, লম্বা উইন্ডস্ক্রিন, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল রিয়ার শক, দুই এন্ডেই ডিস্ক ব্রেক এবং সাইড স্লাং এগসস্ট রয়েছে। এছাড়া LED লাইটিং, একটি LCD ড্যাশ, 29 লিটারের স্টোরেজ, ফোন চার্জ করার জন্য পোর্ট-সহ আরও অনেক কিছুই রয়েছে।

পাওয়ারের জন্য 2024 Honda ADV 160 স্কুটারে দেওয়া হয়েছে একটি 154cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা 16bhp এবং 15Nm পিক টর্ক দিতে পারে। এই একটা দিকেই স্কুটারটি Hero Xoom 160-এর থেকে কিছুটা এগিয়ে। কারণ, হিরোর স্কুটারটি 14bhp পাওয়ার দিতে পারে। এছাড়া Honda-র এই নতুন স্কুটারে থাকছে আইডল স্টার্ট-স্টপ সিস্টেম, এনহ্যান্সড স্মার্ট পাওয়ার এবং একটি ACG স্টার্টার।