বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডার তৈরি যতগুলো মডেলের কমিউটার বাইক আছে তার মধ্যে এন্ট্রি লেভেলের শাইন ১০০। এটি জ্বালানি সাশ্রয়ী বাইক। এর রক্ষণাবেক্ষণ খরচও কম।
কমিউটার বাইক বলতে মূলত বোঝানো হয় নিত্য যাতায়াতের ব্যবহারযোগ্য বাইককে। এর মাধ্যমে আরোহী চাইলে মালপত্রও বয়ে নিয়ে যেতে পারবেন একস্থান থেকে অন্যত্র।
কমিউটার বাইক সেগমেন্টে যেসমস্ত মোটরসাইকেল রয়েছে সেগুলো ০ থেকে ১০০ সিসি-র মধ্যে অন্তর্ভুক্ত। মার্কেট শেয়ারের ৩৩ শতাংশ এই ধরনের বাইকের আওতায় থাকে। এর মধ্যে শুধুমাত্র ১০০ সিসির বাইকগুলো মার্কেট শেয়ারের ২৮ শতাংশ অধিগ্রহণ করে। সম্প্রতি লঞ্চ হয়েছে হোন্ডা শাইন ১০০ সিসি বাইক।
হোন্ডা শাইন ১০০ সিসি বাইকের ডিজাইন
সাধারণত ১০০ সিসির বাইক কিনতে হলে ক্রেতারা সাধারণ ডিজাইনের মোটামুটি ঠিক দেখতে একটা মোটরসাইকেলই কিনবেন বলে ভেবে থাকেন। এই বাইকের ডিজাইনে আহামরি কিছু নেই। তবে কিছু নজরকাড়া ফিচার রয়েছে। বাইকের সামনের অংশে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প।
সাইডের অংশে রয়েছে দুইটি হ্যালোজেন সাইড ব্লিঙ্কার। বাইকের সামনের চাকার উপরে রয়েছে ম্যাট ফিনিশ মাড-গার্ড, যেটা বেশ শক্তপোক্ত। এছাড়াও রয়েছে টেলিস্কোপিক ফোর্ক। চাকার ডিজাইনও বেশ আকর্ষণীয়। পাঁচ স্পোকের অ্যালয় হুইল রয়েছে এই বাইকে।
হোন্ডা শাইন ১০০ সিসি বাইকের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ফুয়েল ট্যাংকের ওপরে থাকা সবুজ এবং রুপালি রঙের গ্রাফিক্স ডিজাইন। ৯ লিটারের একটি ফুয়েল ট্যাংক রয়েছে এই বাইকে। এর পরেই রয়েছে বেশ বড় এবং ভালো গুণমানের সিট।
ভালো কুশন জাতীয় টাচ পাবেন এই বাইকের সিটে। অনায়াসে দুইজন বসতে পারবেন। চালক একা থাকলে, পেছনের অংশে রাখতে পারবেন জিনিসপত্র। বাইকের পেছনের অংশে ধরার জন্য রয়েছে একটি রুপালি রঙের গ্র্যাব রেল। ডিজাইনে সাধারণ হলেও বেশ শক্তপোক্ত। এর নিচে রয়েছে হ্যালোজেন টেল লাইট। তার সাইডে রয়েছে হ্যালোজেন সাইড ব্লিঙ্কার। কালো রঙের এগজস্ট পাইপের উপরেও থাকলে রুপালি রঙের শক্ত প্লেট। এছাড়াও সাইডের অংশে রয়েছে ব্ল্যাক রেয়ার স্প্রিং। আর একটি সামনের অংশে রয়েছে সেলফ এবং কিক, দুইয়ের অপশন।
হোন্ডার নতুন বাইকে রয়েছে অ্যানালগ ক্লাস্টার ইন্সট্রুমেন্ট। বাম দিকে পাবেন স্পিডোমিটার এবং অডোমিটার। আর ডানদিকে পাবেন ফুয়েল গেজ। তার নিচেই রয়েছে বাইক অন এবং অফ করার জায়গা।
চাবি ডানদিকে ঘোরালে বাইক অন হবে। আর বাম দিকে ঘোরালে অফ হবে। এছাড়াও রয়েছে বেশ বড় সাইজের সাইড মিরর। বাইকের রিয়ার ভিউ বা পিছনের অংশের ভিউ ভালোভাবেই দেখা যাবে।
ডানদিকের হ্যান্ডেলে রয়েছে সেলফ স্টার্ট বাটন। বাম দিকে রয়েছে হাই বিম, লো বিম, সাইড ব্লিঙ্কার এবং হর্নের বাটন। তবে এই বাইকে ইউএসবি ফোন চার্জিং পোর্ট নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।