নতুন লুকে বাজারে আসছে Honda Shine 125, জানুন ফিচার্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে ভারতীয় বাজারে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হোন্ডা ( Honda)। একটা সময় হিরো হোন্ডা একসাথে যুক্ত হয়ে কাজ করলেও বর্তমানে বিগত কিছু বছর আগেই তারা দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আর তার সাথে বিভক্ত হয়েছে সাধারণ মানুষ অনেকের পছন্দের হিরো এবং কারোর কাছে পছন্দ হণ্ডা।

মাঝেমধ্যেই Honda তাদের বিভিন্ন নতুন বাইক লঞ্চ করে ভারতীয় বাজারে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে। সম্প্রতি তারা Honda Unicorn। আর এবার তাদের আরো একটি জনপ্রিয় বাইক হন্ডা সাইন ১২৫ নতুন ভাবে নিয়ে এলো সংস্থা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে গাড়িটি দেখতে আগের মতো থাকলেও আসল পরিবর্তন করা হয়েছে বাইকের ইঞ্জিনে।

নতুন এই বাইকের ইঞ্জিন দেওয়া হয়েছে ওবিডি টু কমপ্লায়েন্ট ইঞ্জিন। অর্থাৎ আগের থেকে আরও দুর্দান্ত মাইলেজ এবং পারফরম্যান্স দেবে নতুন Honda Shine 125। গাড়িটি আপাতত দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। একটি হলো ড্রাম ব্রেক ভারিয়েন্ট এবং অপরটি হল ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট।

মডেল দুটি দাম রাখা হয়েছে যথাক্রমে ৭৯ হাজার ৮০০ টাকা এবং 84 হাজার টাকা। সাধারণভাবে মনে করা হচ্ছে এই ১২৫ সেকেন্ডের বাইকটি টক্কর দেবে হিরো গ্ল্যামার এবং সুপার স্প্লেন্ডার এর সাথে। গাড়িতে থাকছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং একই সাথে থাকছে ১২৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। যা ১০.৭ বিএইচপি টর্ক তৈরি করতে সক্ষম।

জনপ্রিয়তার শীর্ষে বাজাজের সেরা ৫টি পালসার বাইক