বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের দুই চাকার বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে হোন্ডা। এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় মোটরসাইকেল হোন্ডা শাইন আসছে বৈদ্যুতিক সংস্করণে। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে হোন্ডা শাইন বৈদ্যুতিক মোটরসাইকেলের পেটেন্ট ছবি, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বাইকপ্রেমীদের মধ্যে।
পরিচিত কাঠামো, নতুন প্রযুক্তি
ছবিতে দেখা যাচ্ছে, হোন্ডা কোনও নতুন কাঠামো তৈরি না করে বিদ্যমান শাইন ১০০ চেসিসের ওপর ভিত্তি করে এই বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরি করছে। এর ফলে উৎপাদন খরচ ও সময়—দুইটিই কমবে। পাশাপাশি, গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে বাইকটি বাজারে আনার সুযোগ তৈরি হবে।
থাকবে খুলে নেওয়া যায় এমন ব্যাটারি, ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক মোটর
ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, হোন্ডা শাইন বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে না আর অভ্যন্তরীণ দহন ইঞ্জিন। তার বদলে ব্যবহার করা হয়েছে একটি বৈদ্যুতিক মোটর। এর সঙ্গে সংযুক্ত থাকবে দুইটি খুলে নেওয়া যায় এমন ব্যাটারি প্যাক, যেগুলো সামনের দিকে কিছুটা হেলে বসানো। ব্যাটারির পেছনে থাকবে একটি ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ইউনিট (ইসিইউ), যার সামনে-পেছনে ফাঁকা জায়গা রাখা হয়েছে শীতলীকরণের জন্য।
শাইনের যন্ত্রাংশই থাকবে এই মডেলেও
হোন্ডা শাইন বৈদ্যুতিক মোটরসাইকেলে মূলত শাইন ১০০-এর অনেক যন্ত্রাংশই ব্যবহার করা হয়েছে। যেমন- হেডলাইট, ঝাঁকুনি শোষক (সাসপেনশন), হ্যান্ডেল, আসন ও চাকা। এর ফলে বাইকটির চেহারা গ্রাহকদের কাছে পরিচিত মনে হবে। এটি একধরনের কৌশল, যার মাধ্যমে হোন্ডা তাদের জনপ্রিয়তা ও ব্যয় দুটোই নিয়ন্ত্রণে রাখতে পারবে।
কবে আসছে বাজারে?
হোন্ডা শাইন বৈদ্যুতিক মোটরসাইকেল কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে এখনো সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরের মধ্যেই হোন্ডা এটি উন্মোচন করতে পারে। বর্তমানে জাপানি এই প্রতিষ্ঠানটি ভারতের কম বাজেটের বৈদ্যুতিক বাইকের বাজারে অন্যান্য সংস্থাগুলোর গতিবিধির দিকে নজর রাখছে। উপযুক্ত সময় বুঝেই তারা বাজারে আনবে শাইন বৈদ্যুতিক মডেলটি।
ইভি বাজারে হোন্ডার প্রবেশে বাড়বে প্রতিযোগিতা
ভারতের মতো দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিক যানবাহনের বাজারে হোন্ডার মতো একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রবেশ নিঃসন্দেহে প্রতিযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী দামে বৈদ্যুতিক মোটরসাইকেল বেছে নেওয়ার সুযোগও বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।