হোন্ডা শাইন মোটরসাইকেলে ১০ বছরের ওয়ারেন্টি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যারা হোন্ডা শাইন মোটরসাইকেল কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য সুখবর! এই মোটরসাইকেল কিনলে ১০ বছর ওয়ারেন্টি মিলবে। সম্প্রতি হোন্ডা এই ঘোষণা দিয়েছে। তবে এই সুবিধা কেবলমাত্র ভারতেই পাওয়া যাবে। দেশটিতে আগে হোন্ডা শাইনে ৩ বছর ওয়ারেন্টি ছিল। সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

যেসব গ্রাহক এই বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের কাছে এটি দুর্দান্ত সুযোগ হতে পারে। কারণ এর আগে হোন্ডার কোনো বাইকেই এমন ওয়ারেন্টি পাওয়া যায় নি। ওয়ারেন্টি বৃদ্ধি করার পাশাপাশি ভারতে এই বাইকের দাম ২ হাজার রুপি কমানো হয়েছে। দেশটিতে হোন্ডা শাইন ১০০ সিসির মডেল বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯০০ রুপিতে।

উচ্চ প্রতিযোগিতামূলক কমিউটার বাইকের বাজার গত মার্চ মাসে হাজির হয় হোন্ডা শাইন ১০০ মডেল। স্বল্প মূল্যে রাইডারদের দুর্দান্ত মাইলেজ দিতে এই বাইক নিয়ে আসে হোন্ডা। প্রতিষ্ঠানটি দাবিকরছে হোন্ডা শাইন ১০০ মডেল প্রতি লিটার জ্বালানিতে ৬৫ কিলোমিটার মাইলেজ দেয়।

এই ১০০ সিসির ফুয়েল ইনজেকটেড বিএস৬ ইঞ্জিন রয়েছে। সঙ্গে আছে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ার। এই ইঞ্জিন সর্বোচ্চ ৭.২৮ ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। বাইকের কার্ব ওয়েট ৯৯ কেজি। এর সিটের উচ্চতা ৭৮৬ মিলিমিটার।

এছাড়া রয়েছে অ্যালয় হুইল এবং কম্বি ব্রেকিং সিস্টেম (দুই চাকাতেই ড্রাম ব্রেক)। সাসপেনশন মজুত সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবসর্বার।

iPhone 15 Pro Max: বিশ্বের সবচেয়ে সরু বেজেলের স্মার্টফোন?