বাজারে আসছে হোন্ডার নতুন স্ক্র্যাম্বলার বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কমিউটার মোটরসাইকেলের নানা বিকল্প রয়েছে ভারতীয় বাজারে। রয়েছে টুরিং ও ত্রুজার বাইকও। তবে স্ক্র্যাম্বলার বাইক নেই বললেই চলে। হাতেগোনা কয়েকটি মাত্র মোটরসাইকেল রয়েছে। এর বেশিরভাগ মডেলই মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

পরিচিত স্ক্র্যাম্বলার বাইকের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ডুকাটি, রয়েল রয়েল এনফিল্ড আর ইজেদি। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড হোন্ডা। সম্প্রতি ভারতে নতুন স্ক্র্যাম্বলার বাইক সিএল৩০০ এর পেটেন্ট ফাইল করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এই বাইকটি টুইন সিলিন্ডার হতে যাচ্ছে। এতে রয়েছে ২৮৬সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকে চমক হিসাবে থাকবে ১৯/১৭ ইঞ্চি হুইলস। ফলে বাইকটিকে একটু লম্বা স্টান্স এবং অফ-রোডিং দেখাবে। এছাড়াও বাইকে রয়েছে স্ক্র্যাম্বলার স্টাইলের সিট এবং হাই মাউন্টেড এক্সহস্ট।

হোন্ডা সিএল৩০০ এর ইঞ্জিন সর্বোচ্চ ২৫.৭ ব্রেক হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। বাইকের টপ স্পিড ১২৫ কিমি প্রতি ঘণ্টা। সেসঙ্গে মিলবে ৬ স্পিড ট্রান্সমিশন। ধারণা করা হচ্ছে ত্রুজার মোটরসাইকেল ‘হোন্ডা সিবি৩০০আর’ মডেলকে অনুসরণ করেই বাইকটি বাজারে হাজির করবে হোন্ডা।

হোন্ডা সিএল৩০০ বাইকে পেতে পারেন টেলিস্কপিক ফন্ট ফর্ক এবং ডুয়াল শক অ্যাবসর্বার সাসপেনশন। দু চাকাতেই থাকতে পারে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)।

দাম কত হবে?

ধারণা করা হচ্ছে, হোন্ডা এই মোটরসাইকেলটির দাম হবে ২.৫ লাখ রুপির কাছাকাছি। কারণ হোন্ডা সিবি৩০০আর এর দাম ২.৭৭ লাখ রুপি (এক্স-শোরুম)। বাইকটি লঞ্চ হলে এটি হবে হোন্ডা বিগউইং এর এক্সক্লুসিভ মোটরসাইকেল।

হোন্ডা শাইন মোটরসাইকেলে ১০ বছরের ওয়ারেন্টি