বিনোদন ডেস্ক : বলিউডে র্যাপ বা হিপ হপ গায়কের নাম নিলেই যত নাম আসবে তাঁর মধ্যে অন্যতম জনপ্রিয় র্যাপার হিসেবে পরিচিত হানি সিং। অনেকেই তাকে ইয়ো ইয়ো হানি সিং নামে চিনেন। ব্ল্রু আইস গানের মাধ্যমে বলিউডে প্লেব্যাক অভিষেক হয় এই জনপ্রিয় র্যাপারের।
জনপ্রিয়তার শীর্ষে থাকা পরেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন হানি সিং। নেশাগ্রস্ত জীবনযাপনের কারণে গেলো বছর তার স্ত্রী শালিলীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এই তিক্ত অভিজ্ঞতার স্বীকার হয়ে সম্প্রতি একটি কনসার্টে তরুণ প্রজন্মকে গাঁজার কুফল নিয়ে সতর্কতা বার্তা দিতে দেখা যায় এই সংগীত শিল্পির।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের পর হানি সিং নেশাগ্রস্থ জীবন নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছে। তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন, যার কুফল যে কতটা ভয়ংকর হতে পারে সে ব্যপারে তিনি পরিষ্কার ধারনা পেয়েছেন তার ব্যক্তিগত জীবনে ।
মঞ্চে দাঁড়িয়ে হানি সিং বলেছেন, জীবনে যত খুশি মদ খাও, কিন্তু কখনও গাঁজা-চরস খাবো না। ওর (গাঁজা) থেকে বাজে জিনিস আর পৃথিবীতে একটাও নেই। আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি। তাই ভাই-বোনেরা গাঁজা একদম ছুবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।