বিনোদন ডেস্ক : বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও তাদের সম্পর্ক যেন অটুট। দেখতে দেখতে প্রায় কেটে গিয়েছে ১৫ বছর। আজও আদর্শ দম্পতির তকমা রয়েছে তাদের। জীবনের চড়াই-উতরাই সবটা যেন একসঙ্গে পার করছন অ্যাশ ও অভিষেক।
বিয়ের পর আলাদা নয় বরং আজও শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে একই বাড়িতে থাকেন ঐশ্বর্য ও অভিষেক বচ্চন। তবে বিয়ের পর বেশ কিছু সময় কেটে গেলে কোনওদিন উপলব্ধি করতে পারেনননি তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। এক সাক্ষাৎকারে রাই সুন্দরী জানান হানিমুনে যাওয়ার পরই এই বিষয়টি উপলব্ধি করেছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ। বিবাহবার্ষিকীতে জেনে নিন ঐশ্বর্যের গোপন কথা।
১৯৯৭ সালে প্রথম দেখা হয় দুজনের। বলি অভিনেতা ববি দেওলই তাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে। ২০০০ সালে ‘ঢাই অকসর প্রেম কি’ ছবিতে তাদের প্রথম বন্ধুত্ব শুরু হয়। তারপরই ‘কিউ হো গ্যায়া না’ ছবির সময় থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।
তারপরই ‘গুরু’ সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে। এবং ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা। বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও তাদের সম্পর্ক যেন অটুট।
জীবনের চড়াই-উতরাই সবটা যেন একসঙ্গে পার করছন অ্যাশ ও অভিষেক। বিয়ের পর আলাদা নয় বরং আজও শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে একই বাড়িতে থাকেন ঐশ্বর্য ও অভিষেক বচ্চন। যার কারণের সবসময়েই চর্চার মধ্যে থাকে বচ্চন পরিবার।
বচ্চন পরিবারের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। শ্বশুর এবং শাশুড়ির নয়নের মণি ঐশ্বর্য রাই বচ্চন। নিজেদের ফ্যামিলি বন্ডিংয়ের কথা প্রায়শই বলে থাকেন অভিষেক বচ্চন। তবে জানেন কি, বিয়ের পর বেশ কিছু সময় কেটে গেলে কোনওদিন উপলব্ধি করতে পারেনননি তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ।
এক সাক্ষাৎকারে রাই সুন্দরী জানান হানিমুনে যাওয়ার পরই এই বিষয়টি উপলব্ধি করেছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ। ঠিক কী ঘটনা ঘটেছিল বিমানে তা খোলসা করে জানান ঐশ্বর্য। সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন, বোরা বোরা-কে হানিমুনে যাচ্ছিলাম আমরা। আপনাকে স্বাগত জানাই মিসেস বচ্চন।
বিমানসেবিকা এই কথা বলার পরই আমি আর অভিষেক এক অপরের দিকে তাকিয়েছিলাম। এবং শুধু তাই নয়, বিমান সেবিকা কথাটা শোনার পর থেকেই আমার কানে বাজতে শুরু করল। তারপরই ভাবলাম, ও আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন মিসেস বচ্চন।
এখানেই শেষ নয়, হানিমুনেই গিয়ে একের পর এক কেলেঙ্কারি কান্ড ঘটিয়ে যাচ্ছিলেন ঐশ্বর্য। অভিষেকের সঙ্গে ডিজনিল্যান্ডে উড়ে যাওয়ার পরই মুহূর্তে ভোলবদল হয়েছিল ঐশ্বর্যর। স্ত্রীয়ের সমস্ত গোপন কীর্তি ফাঁস করে দিলেন অভিষেক বচ্চন। হানিমুনে সময় কাটাতে বিশ্ববিখ্যাত ডিজনিল্যান্ডে গেছিলেন তারা। সেখানে পা দিতেই ঐশ্বর্য যেন মুহূর্তে শিশু হয়ে গিয়েছিল।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, ঐশ্বর্যকে নিয়ে ডিজনিল্যান্ডে পা রাখতে ওকে দেখে চমকে গেছিলাম। কখনও ছোটাছুটি করছে, কখন মিকি-মিনিদের মূর্তি জড়িয়ে ধরছে। আবার কখনও ছবি তুলছে। অভিষেক আরও জানান, হানিমুনে গিয়ে ঐশ্বর্য তাকে ভুলে আনন্দে মেতে ওঠার পরামর্শ দিয়েছিলেন। স্ত্রীয়ের এই কীর্তি দেখেই পাগল হয়ে গেছিলেন অভিষেক নিজেই।
বিয়ের পর প্রায় কেটে গিয়েছে ১৫ বছর। বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। ২০১১ সালে ১৬ নভেম্বর মেয়ে আরাধ্যার জন্ম দেয় ঐশ্বর্য। বর্তমানে মনি রত্নমের পরবর্তী ছবিতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।