বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে কয়েক দিন বিনোদনপাড়া সরগরম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় তাহসান ও নববধূ রোজা আহমেদ। এরই মধ্যে আজ মঙ্গলবার হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি।
এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের দুইদিন পর তাহসান ভক্তদের জন্য আসলো আরো এক সুখবর। নতুন একটি গান নিয়ে হাজির হন তাহসান।
হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর। অর্থাৎ তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।
এই অনুষ্ঠানেও বিয়ে নিয়েও কথা বলেন তিনি। দিয়েছেন সমালোচনারও জবাব। তার কথায়, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।