আন্তর্জাতিক ডেস্ক : গেল ৪ মার্চ ভারতের হিমাচলে হানিমুনে যান আগরপাড়ার নব দম্পতি। তবে সেখানে ঘটে এক দুর্ঘটনা। হিমাচলে খাদে পড়ে মৃত্যু হয় নববধূর। দেশটির পুলিশের অনুমান, সেলফি তুলতে গিয়ে খাদে পরে মৃত্যু হয়েছে ওই নববধূর।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি আগরপাড়ার জয়িতা দাসের সঙ্গে বিয়ে হয় দমদম পাইকপাড়ার রাহুল পোদ্দারের। ৪ মার্চ হিমাচলে বেড়াতে যান ওই দম্পতি। হিমাচল পুলিস সূত্রে জানা খবর, কল্পায় সেলফি তোলার সময়ে পাহাড় থেকে পা পিছলে পরে যান জয়িতা। মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে।
এদিকে ইতোমধ্যেই আটক করা হয়েছে ওই তরুণীর স্বামীকে। মেয়ের বাড়ির অভিযোগের আঙ্গুল স্বামীর দিকে থাকলেও ছেলেকে নির্দোষ দাবি করেছে তার পরিবার।
অন্যদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। ৫০০ মিটার নিচে পরে যায় ওই বধূর দেহ। সেখান থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি যেখানে ঘটেছে সেটি দুর্ঘটনাপ্রবণ বলেই জানা গেছে। দুর্ঘটনার সময়ে তই মহিলার সঙ্গে তার স্বামী ছিলেন। তার দাবি, ছবি তোলার সময়ে পা পিছলে যায় জয়িতার।
জয়িতা দাসের বোন মৌমিতা দত্ত জানান, হিমাচল প্রদেশের পুলিশ তাদের ফোনে করে জানিয়েছে যে তার বোন পাহাড় থেকে পরে গেছেন এবং তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে আসেন। দেহের পোস্টমর্টেম হবে বলেও জানানো হয় তাদের। জেলা হাসপাতালে মৃতদেহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।