Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Honor 200 5G স্মার্টফোনটি এখন আগের তুলনায় ১৫,০০০ টাকা সস্তা পাওয়া যাচ্ছে। ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এই ফোনটির দাম কমে ২০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন অফার এবং ফিচারগুলো।
- ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ১.৫কে স্ক্রিন, ২৬৬৪ × ১২০০ পিক্সেল রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর
- ক্যামেরা: ৫০MP Sony IMX906 মেইন সেন্সর, ১২MP আল্ট্রাওয়াইড লেন্স, ৫০MP ২.৫ টেলিফটো লেন্স, ৫০MP সেলফি ক্যামেরা
- ব্যাটারি: ৫২০০mAh, ১০০W ফাস্ট চার্জিং
অফার :
Honor 200 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি ভারতে প্রথমে ৩৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে এটি অ্যামাজন সাইটে ১১,০০১ টাকার ছাড়ে ২৩,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, অ্যামাজন ২০০০ টাকার কুপন অফার করছে, যার ফলে ফোনটির দাম কমে ২১,৯৯৮ টাকায় চলে আসছে।
আরও একটি দারুণ অফার হিসেবে, অতিরিক্ত ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে Honor 200 5G ফোনটি ১৯,৯৯৮ টাকায় পাওয়া যাবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.