বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : খুব তাড়াতাড়ি Honor তাদের Honor 400 সিরিজ Honor 300 সিরিজের সাক্সেসার হিসেবে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে বেশ কিছু মডেল লঞ্চ করা হতে পারে। সম্প্রতি Google Play Console লিস্টিঙে এর মধ্যে Honor 400 Lite ফোনটি দেখা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ঘোষণার আগেই এই ফোনটি একটি অনলাইন রিটেইল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে দাম, ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে, তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
Honor 400 Lite এর ডিজাইন
সম্প্রতি হাঙ্গেরির অনলাইন রিটেইলার Connextion এ Honor 400 Lite ফোনটি লিস্টেড হয়েছিল।
লিস্টিঙের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন তিনটি কালার অপশনে দেখা গিয়েছিল। এতে ব্ল্যাক, গ্রিন, এবং গ্রে কালার অপশন রয়েছে।
আপকামিং Honor ফোনটির ফ্রন্ট ক্যামেরার জন্য পিল শেপের কাটআউট রয়েছে। ফোনটিতে চারদিকে অত্যন্ত পাতলা বেজাল সহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে।
ফোনটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এছাড়া নীচের দিকে আরও একটি ফিজিক্যাল বাটন দেখা গেছে, তবে এই বাটনের ব্যাবহার সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
ফোনটির ব্যাক প্যানেলে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ত্রিভুজাকৃতির LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যামেরা মডিউলে ‘108MP’ টেক্সট দেখা গেছে।
Honor 400 Lite ফোনটিতে বক্সী ডিজাইন সহ হাল্কা রাউন্ড কর্নার রয়েছে।
Honor 400 Lite এর স্পেসিফিকেশন
অনলাইন লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor 400 Lite ফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে, তবে রিফ্রেশ রেট সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।
এই ফোনটি 5G নেটওয়ার্ক এবং ডুয়েল SIM স্লট সহ লঞ্চ করা হবে।
আগের Google Play Console লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে MediaTek Dimensity 7025 প্রসেসর থাকতে পারে।
ফোনটি Android 15 OS সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে।
Honor 400 Lite এর দাম (লিক)
অনলাইন রিটেইল ওয়েবসাইটে Honor 400 Lite ফোনটি HUF 138,280 (অর্থাৎ প্রায় 32,700 টাকা) দামে লিস্টেড হয়েছে। মনে করিয়েদিই Honor 200 Lite ফোনটি (কারণ Honor 300 Lite ফোনটি লঞ্চ করা হয়নি) ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে গ্লোবাল বাজারে এই ফোনটি EUR 329.90 (অর্থাৎ প্রায় 31,100 টাকা) দাম রাখা হয়েছিল। বর্তমানে এখনও পর্যন্ত Honor 400 Lite ফোনের লঞ্চ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।