আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসছে হনর ৫০০ ও ৫০০ প্রো, যেখানে থাকবে ২০০MP ক্যামেরা ও আপগ্রেডেড ডিজাইন। পাশাপাশি এক্স৭ডি ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হওয়ায় ধারণা করা হচ্ছে এটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে।

পূর্বসূরীর মতো হনর ৫০০ সিরিজ ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে। এর ফলে ভাল গুণমানের ছবি উঠবে বলে নিশ্চিত করা যায়। কোম্পানিটি হনর ৫০০ জিটি ২ সিরিজের উপর কাজ করছে বলেও জানা গিয়েছে, যা পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপে বাজিমাত করবে।
হনর ৫০০ সিরিজের লঞ্চ ও স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম)-এর একটি পোস্টে দাবি করেছে যে, চীনা সংস্থাটি চলতি বছরের শেষে হনর ৫০০ ও হনর ৫০০ প্রো লঞ্চ করবে। মে মাসে রিলিজ হওয়া হনর ৪০০ ও হনর ৪০০ প্রো-এর উত্তরসূরি হিসেবে এই ফোনগুলি আরও পাতলা ব্যাক ক্যামেরা মডিউলসহ আসবে বলে জানা গিয়েছে।
টিপস্টারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আরও তথ্য পাওয়া গিয়েছে। স্ট্যান্ডার্ড হনর ৫০০ মডেল ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে ও এতে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এই দুটি ফোন ছাড়াও, কোম্পানি ৬.৮৩ ইঞ্চি স্ক্রিন, উন্নত পারফরম্যান্স এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ হনর ৫০০ জিটি ২ সিরিজ উন্মোচন করতে পারে।
উল্লেখ্য, হনর এক্স৭সি সপ্তাহ দুয়েক আগেই ভারতে লঞ্চ হয়েছে। এবার হনর এক্স৭ডি নামে একটি নতুন ৫জি ফোন বাজারে আসছে বলে জানা গিয়েছে। এটি বাংলাদেশের এক ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়ে খুব শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। হ্যান্ডসেটটির ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশন সমস্ত কিছুই প্রকাশ্যে এসেছে।
অনারের আসন্ন ফোনে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও সর্বাধিক ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। এতে ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ আছে যা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ধুলো এবং জল থেকে আইপি৬৫ সার্টিফিকেশন বর্তমান। এতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
হনর এক্স৭ডি এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৫০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে। এতে অ্যান্ড্রয়েড ১৫ ওএস ও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৩৫ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইহ ব্যাটারি থাকছে। হনর এক্স৭সি ভারতে ১৫০০০ টাকার মধ্যে লঞ্চ হয়েছে। কিন্তু এই ফোনটি কেমন দামে আসতে পারে তা এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



