বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ইন্ডিয়া এর সিইও হিসাবে কাজ করার পর Madhav Sheth যখন ঘোষণা করেন তিনি অনার কোম্পানির হয়ে কাজ শুরু করছেন এবং শীঘ্রই ভারতের বাজারে ব্র্যান্ডের নতুন ফোন লঞ্চ করা হবে সেদিন থেকেই ভারতীয় টেক জগত কোম্পানির এই নতুন ফোনের জন্য অপেক্ষা করছে। গতকাল HTech অর্থাৎ HONOR Tech ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 14 সেপ্টেম্বর ভারতে HONOR 90 5G লঞ্চ করা হবে।
প্রথমেই জানিয়ে রাখি এই চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন ভারতে এইচটেক ব্র্যান্ডের অধীনে সেল করা হবে। HONOR 90 5G ফোনটি ভারতে সেল হওয়া HTech এর প্রথম স্মার্টফোন হতে চলেছে। 14 সেপ্টেম্বর দুপুর 12টা বেজে 30 মিনিটে এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট আমাজনে এই লঞ্চিং লাইভ দেখানো হবে।
প্রসেসর: HONOR 90 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.1 এর সঙ্গে লঞ্চ করা হবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট যোগ করা হবে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 200MP প্রাথমিক ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও একটি 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ডিসপ্লে: ফোনটির চীনে লঞ্চ করা মডেলটিতে 1.5K রেজলিউশন সহ 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।
পরিবারের সবাইকে নিয়ে মার্কিন দূতাবাসে এমরান, যা বললেন আইনমন্ত্রী
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।