বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন 5G ফোনের সঙ্গে ভারতের বাজারে ফিরে এসেছে অনার। বিগত বেশ কিছু দিন ধরে বিভিন্ন লিক ও সমালোচনার পর অবশেষে ভারতের বাজারে Honor 90 লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনে 19GB পর্যন্ত RAM, 200 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা সহ বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Honor 90 এর ডিজাইন
ডিজাইন এবং লুকের দিক থেকে Honor 90 5G ফোনটি যথেষ্ট সুন্দর। ফোনের ব্যাক প্যানেলে দুটি বড় সার্কুলার ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলেই নিচের দিকে অনারের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে ডিসপ্লেতে কার্ভ প্যানেল এবং পাঞ্চ হোল স্ক্রিন রয়েছে। সব দিক থেকেই এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং ইউনিক।
Honor 90 এর স্পেসিফিকেশন
6.7 inch 1.5K 120Hz Screen
200MP Rear Camera
50MP Selfie Camera
MagicOS 7.1
5,000mAh Battery
ডিসপ্লে: Honor 90 ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস, 3840PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করেছে।
স্টোরেজ: Honor 90 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Honor 90 5G ফোনটিতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।