বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে দুটি নতুন ফোন নিয়ে এসেছে চায়নাভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। প্রতিষ্ঠানটি নতুন দুই ফোন ‘অনার ২০০’ এবং ‘অনার ২০০ প্রো’ ফোন দুটিতে থাকছে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা। অনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোন দুটি এখন থেকে তাদের অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ফোনের ১ বছরের অফিশিয়াল ওয়ারেন্টের সঙ্গে থাকবে ৬ মাসের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি।
প্রফেশনাল ফটোগ্রাফি কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে অনার ২০০ সিরিজের ফোন দুটি। ডিভাইসগুলোতে থাকবে আইকনিক স্টুডিও হারকোর্ট পোট্রেট ফিচার। এই ফিচার ব্যবহারে খুব সহজে প্রিমিয়াম কোয়ালিটির পোট্রেট শ্যুট করা যাবে। তাছাড়া অসাধারণ ভিডিওগ্রাফি অভিজ্ঞতা দেবে ফোনটি।
ফটোগ্রাফির জন্য অনার ২০০ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। যেখানে থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সুবিধা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি অমনিভিশন এইচ৯০০০ সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকছে ৫০ এবং ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, অনার ২০০ ফোনটিতে থাকতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে ফোনটিতে।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকছে অনারের ২০০ প্রো মডেলের ফোনটিতে। ২৪ জিবি র্যাম (১২ জিবি ডেডিকেটেড এবং ১২ জিবি টার্বো) এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে নতুন এই ফোনটিতে। একই র্যাম-রম সুবিধার অনার ২০০ ফোনটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর।
এই স্মার্টফোনে থাকবে নতুন প্রযুক্তির সিলিকন-কার্বন ৫২০০ মিলিআম্পেয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ফোন দুটিতে থাকছে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮.০ এর সাহায্যে পরিচালিত হবে অনারের নতুন এই স্মার্টফোন। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা নিয়ে এসেছে ফোন দুটিতে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ফটোগ্রাফি ফিচার স্টুডিও হারকোর্ট সংযোজন।
অনার ২০০ প্রো পাওয়া যাবে ওশান সায়ান এবং ব্ল্যাক, এই দুটি রঙে। দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া অনার ২০০ স্মার্টফোনটির দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইসও মিলবে দুই রঙের মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক। এছাড়া স্মার্টফোনটি কিনলেই পাওয়া যাবে ক্যাশব্যাকসহ বেশকিছু সুবিধা। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে বাড়তি ইন্টারেস্ট ছাড়াই কিনতে পারবেন অনারের ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।