বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন এক্স৭বি নিয়ে এলো অনার। আন্তজার্তিক বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় মডেলটি অনেক সস্তা। বাজেট ফ্রেন্ডলি হলেও এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটির শক্তিশালী ব্যাটারি ভিডিও দেখতে ১৮ ঘন্টা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্রাউজিংয়ে ২৪ ঘণ্টা এবং গান শুনতে ৬৯ ঘণ্টা ব্যকআপ দেবে বলে কোম্পানিটি দাবি করছে।
অনার এক্স৭বির দাম ও রং
মডেলটি ফ্লোয়িং সিলভার (ধূসর), ইমেরাল্ড গ্রিন (সবুজ) ও মিডনাইট ব্ল্যাক–এই তিন রঙে পাওয়া যাবে। এটির দাম ২৪৯ ডলার (২২৯ ইউরো)। তবে অঞ্চলভেদে ও স্টোরেজ ভার্সন অনুসারে দাম কম-বেশি হতে পারে।
অনার এক্স৭বি স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট
সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ডিসপ্লে: এলসিডি
রেজল্যুশন: এফএইচডি
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭ দশমিক ২
চিপসেট: স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ইউএসবি সি পোর্ট: আছে
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৩৫ ওয়াট
তথ্যসূত্র: গিজমোচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।