বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোন ব্র্যান্ড অনার তাদের নতুন হ্যান্ডসেট এক্স৯বি বাজারে এনেছে। কয়েক দিন ধরে এ স্মার্টফোনটি নিয়ে আলোচনা তুঙ্গে। সানরাইজ অরেঞ্জ ও মিডনাইট ব্ল্যাক এ দুটি রঙে বাজারে আসা অনার এক্স৯বি স্মার্টফোনের র্যাম ৮জিবি ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৫৬জিবি।
স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে কার্ভড অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিট পিক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লে ক্র্যাক প্রতিরোধী হওয়ায় খুব টেকসই। এমনকি যেকোনো দুর্ঘটনার কারণে পড়ে যাওয়ার সময়ও নিরাপদ। অনার এই ফোনের সঙ্গে ছয় মাস পর্যন্ত বিনা মূল্যে একবার স্ক্রিন প্রতিস্থাপনের সুবিধা দিচ্ছে।
এদিকে নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে। ভালো পারফরম্যান্স দিতে অনার এক্স৯বি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ও অ্যান্ড্রয়েড ৭১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই সফ্টওয়্যার একাধিক এআই-চালিত বৈশিষ্ট্যের সুবিধা দেবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলো হলো এফ/১.৮ অ্যাপারচারসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আছে এতে।
নতুন এই হ্যান্ডসেটে ম্যাজিকটেক্সট ফিচার রয়েছে। এর সাহায্যে ক্যামেরা ব্যবহার করে যেকোনো টেক্সট স্ক্যান করা সম্ভব এবং একই সঙ্গে ফাইলে কনভার্টের সুবিধাও পাওয়া যাবে। এই ফোনে প্রাইভেসি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপের অনুমতি পরিচালনা করতে সহায়তা করে।
দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স নিয়ে হাজির Tecno Camon 30 Premier 5G
অনার এক্স৯বি স্মার্টফোনে আছে ৫৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। এই ৫জি-অ্যানাবল ডিভাইসে কানেকটিভিটির জন্য ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ৫.১ এবং জিপিএস রয়েছে। এতে আইআর সেন্সরের সুবিধা পাওয়া যাবে।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।