Magic 4 Pro হচ্ছে Honor স্মার্টফোন ব্র্যান্ডের সর্বশেষ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এক্সক্লুসিভ ফিচার যোগ করা হয়েছে।
Honor এর এই ডিভাইসে ‘Eye of Muse’ নামে তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। ৫০ মেগাপিক্সেল Wide Angle লেন্স ও ৫০ মেগাপিক্সেল Ultra Wide লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এর সমন্বয় ঘটানো হয়েছে।
অন্ধকার পরিবেশে আপনি স্পষ্ট ছবি তুলতে পারবেন এবং ভিডিও এর কোয়ালিটি বেশ সন্তোষজনক। সিনেমা এবং হলিউড স্টাইলের কালার এবং পরিবেশ আপনি ভিডিওতে উপভোগ করতে পারবেন।
Magic 4 Pro স্মার্টফোনে আপনি খুব কম সময়ে দ্রুত চমৎকার ছবি তুলতে পারবেন। সাথে নাইট মোড ফিচার তো আছেই। স্মার্টফোনের লেন্স সবসময় পরিষ্কার করে রাখবেন। যে ব্যক্তি বা বস্তুর ছবি তুলবেন সেটাকে ফ্রেমের মাঝে রাখার চেষ্টা করুন।
ছবি তোলার সময় এক্সপোজারের দিকে মনোযোগী হোন। নাইট শট এর ক্ষেত্রে প্রো মোড ব্যবহার করা উত্তম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্য নিয়ে গ্রিড লাইন ব্যবহার করেন নিখুঁত ছবি তুলতে পারবেন।
ভিডিও করার সময় ব্যক্তি বা বস্তুর সাথে পরিবেশের মেলবন্ধনের বিষয়ে নজর দিন। পাশাপাশি চিত্র, মিউজিক, লাইট ও সাবজেক্টের ধরন এবং ইমোশন ইত্যাদি বিষয়ের সমন্বয়ের ক্ষেত্রে মনোযোগী হন। ছবি তোলার সময় ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাহায্যে প্রো মুড ব্যবহার করুন ।
টেলিফোটো লেন্সের ব্যবহার ও সাবজেক্ট এর উপস্থাপনা এবং ডেপথ অফ ফিল্ডের চিত্র সবকিছুই এই স্মার্টফোনে স্পষ্টভাবে ফুটে উঠবে। স্মার্টফোনে প্যানারোমিক মুডে চিত্র গ্রহণ করতে পারবেন। স্মার্টফোনের ছবি তোলার ভবিষ্যৎ প্রযুক্তিকে তুলে আনতে সক্ষম হয়েছে Honor ব্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।