চার বছর ধরেই হুয়াওয়ে গুগলের এপ্লিকেশন ব্যবহারে নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য হচ্ছে। এজন্য হুয়াওয়ে থেকে আলাদা হয়ে Honor ব্র্যান্ড স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী ও হুয়াওয়েকে ছাড়িয়ে যেতেও ইচ্ছুক।
Honor ব্র্যান্ড স্যামসাং এবং অ্যাপলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। স্মার্টফোন মার্কেটে তারা আধিপত্য বিস্তার করতে চায়। বেজেলবিহীন ডিসপ্লে, গ্রাউন্ড ব্রেকিং সিলিকন কার্বন ব্যাটারি, হালকা-পাতলা গড়নের সাইজ; এ ধরনের ফিচার স্মার্টফোনটিতে থাকতে পারে।
যদিও Honor এর এই ডিভাইসটি কেবল চায়নাতে রিলিজ করা হবে। তবুও এটির উদ্ভাবনী প্রযুক্তি বিশ্বব্যাপী স্মার্টফোনের মার্কেটে বিপ্লব ঘটাবে। Honor ম্যাজিক ফাইভ প্রো হ্যান্ডসেটে আইকনিক ডিজাইন দেখতে পাওয়া যাবে।
এখানে বেজেলবিহীন ডিসপ্লের পাশাপাশি কার্ভ করা কর্নার দেখতে পারবেন। অনন্য নান্দনিক টাইপের ডিসপ্লে এই স্মার্টফোনটিকে জনপ্রিয় করে তুলতে পারে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হবে 6.8 ইঞ্চি।
তাছাড়া এখানে ১২০ হার্জের ডিসপ্লে রয়েছে। এখানে ডায়নামিক আইসল্যান্ডের মতো কাট আউট দেওয়া থাকবে। এখানে থ্রিডি ফেস আনলকিং এর ফিচার রয়েছে। ডায়নামিক ডিসপ্লের পাশাপাশি উন্নত মানের ফেস আনলকিং টেকনোলজির ব্যবহারে দেখতে পাওয়া যাবে।
অনরের এই ডিভাইসকে পাওয়ার প্রদান করবে 5450 মেগাহার্জের ব্যাটারি। পাশাপাশি এখানে যুগান্তকারী সিলিকন কার্বন ব্যাটারি ইনস্টল করা থাকবে। হালকা এবং পাতলা গড়নের ডিজাইন বজায় রেখেই ব্যাটারির নতুন প্রযুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে Honor ব্র্যান্ড।
তবে যারা ইন্টারন্যাশনাল কাস্টমার তারা এ নতুন প্রযুক্তির ব্যাটারি উপভোগ করতে পারবেন না। শুধু চায়নার কাস্টমারদের জন্য এ প্রযুক্তি এক্সক্লুসিভভাবে করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোনটিতে মোশন ক্যাপচার নামক নতুন এআই প্রযুক্তি যোগ করা হয়েছে।
আপনার চোখকে মাউস পয়েন্টার হিসেবে ব্যবহার করে ইউজার ইন্টারফেস সিস্টেমে নেভিগেট করতে পারবেন। দূর থেকে থ্রিডি সেন্সর পদ্ধতির মাধ্যমে স্মার্টফোনের সবকিছু কন্ট্রোল করার সম্ভব হবে।
ইউনিক হার্ডওয়ার ও সফটওয়্যার সিস্টেমের কারণে স্মার্টফোনে গেম চেঞ্জার হিসেবে মার্কেটে আবির্ভূত হতে পারে। স্মার্টফোনের ক্যামেরায় আধুনিক নাইট মোড এবং পেরিস্কোপ জুমের মত ফিচার দেওয়া থাকবে। সম্ভবত স্মার্টফোনের মার্কেটে নতুন বিপ্লব ঘটাতে সম্ভব হবে Honor ব্র্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।