বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনার তাদের ম্যাজিক সিরিজের পরিধি আরও বাড়িয়ে টেক মঞ্চে নতুন Honor Magic 6 Lite 5G ফোন লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটি ইটালিতে লঞ্চ করেছে এবং ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির ফুল স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই পোস্টে Honor Magic 6 Lite 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
Honor Magic 6 Lite এর স্পেসিফিকেশন : * 6.78″ 120Hz AMOLED Display * Qualcomm Snapdragon 6 Gen 1 * 8GB RAM + 256GB Storage * 108MP Triple Rear Camera * 35W 5,300mAh Battery
ডিসপ্লে – Honor Magic 6 Lite 5G ফোনে 2652 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট, 1920 হার্টস PWM ডিমিং এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
প্রসেসর – Honor Magic 6 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিইউ দেওয়া হয়েছে।
ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য Honor Magic 6 Lite ফোনে 5,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য – এই ফোনে ‘HONOR Ultra-Bounce Anti-Bounce’ নামক ড্রপ প্রোটেকশন টেকনোলজি রয়েছে, যা মোবাইল পরে গেলেও সেটি সুরক্ষিত রাখবে। এছাড়া এতে Wi-Fi 802.11, Bluetooth 5.1 এবং NFC এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
Honor Magic 6 Lite এর দাম : কোম্পানির ওয়েবসাইটে Honor Magic 6 Lite ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের সেল শুরু হয়নি এবং কোম্পানি ফোনটির দাম সম্পর্কেও কিছু জানায়নি। আগামী 27 ডিসেম্বর থেকে ফোনটি সেল করা শুরু হবে। এই ফোনটি Midnight Black, Emerald Green এবং Sunrise Orange কালারে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।