বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাইনিস ব্র্যান্ড Honor ভারতীয় বাজারে তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে প্রটি মাসে নতুন নতুন ফোন পেশ করছে। এই ধারা বজায় রেখে কোম্পানি তাদের আরও একটি নতুন Honor Magic 6 Pro স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 2 আগস্ট দুপুর 12:30PM ভারতে Honor Magic 6 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই লঞ্চ ইভেন্টের লাইভ লিঙ্ক শেয়ার করা হয়নি, কিন্তু এই লাইভ ইভেন্টের তথ্য কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইটে পাওয়া যাবে। আমাজন মাইক্রোসাইট অনুযায়ী এই ফোনটি লঞ্চের পর এই সাইটের মাধ্যমে সেল করা হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি এআই ফিচার সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট এবং বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই ফ্ল্যাগশিপ ফোনটি পাঞ্চ DXOMARK 2024 গোল্ড লেবেল দিয়ে সম্মানিত করা হয়েছে। HONOR Magic6 Pro স্মার্টফোনটিতে রেয়ার এবং সেলফি ক্যামেরা, ইমারর্সিভ অডিও এক্সপিরিয়েন্স, বাইভ্রেন্ট ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি লাইফ এর জন্য গোল্ড লেবেল সহ সমস্ত দিক দিয়েই উন্নত ফিচার যোগ করা হয়েছে।
HONOR Magic6 Pro স্মার্টফোনটি 12 জিবি RAM ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট সহ চীনে দাম 5,699 ইউয়ান (অর্থাৎ প্রায় 65,000 টাকা ) পেশ করা হয়েছিল। অন্যদিকে 16 জিবি RAM ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,199 ইউয়ান (অর্থাৎ প্রায় 68,000 টাকা) দাম রাখা হয়েছে। এছাড়া 16 জিবি RAM ও 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,699 ইউয়ান (অর্থাৎ প্রায় 77,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। ভহারতেও এই ফোনটির দাম চীনের মডেলের মতোই হতে পারে।
Honor Magic 6 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
ডিসপ্লে: Honor Magic 6 Pro স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির ফুল এইচডি + কার্ভ OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 100 শতাংশ DCI-P3 কালার গামুট এবং HD কন্টেন্ট স্ট্রিমিঙের জন্য HDR10+ সাপোর্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ডিসপ্লে ব্রাইনেস লেবল 5,000nits পীক HDR ব্রাইটনেস যোগ করা হয়েছে।
চিপসেট: এই স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট SoC, অ্যাড্রিনো 750 GPU সাপোর্ট দেওয়া হয়েছে। স্টোরেজ: এই স্মার্টফোনটিতে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করে। রেয়ার ক্যামেরা: Honor Magic 6 Pro স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.4 থেকে f/2.0 ভেরিয়েবল অ্যাপারচারযুক্ত 50MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 180MP 2.5x OIS পেরিস্কোপ ক্যামেরা এবং অটোফোকাস সহ 50MP আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে।
সেলফি ক্যামেরা: এই ফোনটিতে 50MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টে 3D ডেপ্থ সেন্সর রয়েছে। ওএস: এই ফোনটি Android 14 এবং MagicOS 8.0 সহ কাজ করে। ব্যাটারি: এই স্মার্টফোনটিতে 80W ওয়্যার চার্জিং এবং 66W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড একটি নতুন সিলিকন-কার্বন 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ওয়্যারলেস কানেক্টিভিটি: Honor Magic 6 Pro স্মার্টফোনটিতে ব্লুটুথ 5.3, ওয়াই-ফাই 7 এবং এনএফসি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।