বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অক্টোবর মাসে Honor Magic 7 এবং Magic 7 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে Honor Magic 7 Lite ফোনটির উপর কাজ করছে এবং এটি শীঘ্রই পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। আমরা টিপস্টার সুধাংশুর মাধ্যমে আপকামিং ফোনের এক্সক্লুসিভ ফটো এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানতে পেরেছি। নিচে প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Honor Magic 7 Lite এর ডিজাইন (লিক)
Honor Magic 7 Lite ফোনটি পিল শেপ স্টাইলে তৈরি কার্ভ ডিজাইন ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। ফোনটিতে বেজাল লেস ডিজাইন দেখা যাবে। ফোনের ব্যাক প্যানেলে কার্ভ এজ দেওয়া হবে। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে সার্কুলার মডিউল দেওয়া হয়েছে, এতে “Matrix 108MP Sensor” লেখা রয়েছে।
Honor Magic 7 Lite ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ লাইট সহ দুটি সেন্সর রয়েছে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফ্রেমের নীচের দিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, সিম ট্রে সেকশন এবং মাইক্রোফোন সহ উপরের ফ্রেমেও স্পিকার ভেন্টস রয়েছে। লিক হওয়া ছবিতে ফোনটি pink এবং grey মতো কালার অপশনে দেখানো হয়েছে।
Honor Magic 7 Lite এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: Honor Magic 7 Lite ফোনে 2700 x 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ AMOLED দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আপকামিং ফোনে Magic6 Lite ফোনের মতো ডিসপ্লে সাইজ থাকবে।
প্রসেসর: ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Magic 6 Lite ফোনে একই প্রসেসর দেওয়া হয়েছিল।
স্টোরেজ: Honor Magic 7 Lite ফোনটি 8GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
ওএস : ফোনটি Android 14 এবং MagicOS 8.0 কাস্টম স্ক্রিন সহ পেশ করা হতে পারে।
ক্যামেরা: Magic 7 Lite ফোনটিতে OIS ফিচারযুক্ত f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি জন্য ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ক্যামেরা যোগ করা হতে পারে। Honor Magic 6 Lite ফোনে 108MP + 5MP + 2MP ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল।
ব্যাটারি: Honor Magic 7 Lite ফোনে 66W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,600mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে আগের মডেলে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
ডায়মেনশন: ফোনের থিকনেস 162.8 x 75.5 x 7.98 মিমি এবং ওজন 189 গ্রাম হতে পারে।
কানেক্টিভিটি: Wi-Fi, Bluetooth 5.1, USB Type-C, এবং ডুয়েল সিম থাকতে পারে।
অন্যান্য ফিচার: ফোনের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি Geekbench সাইটে Honor Magic 7 Lite ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 934 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2768 স্কোর পেয়েছে। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের Magic 6 Lite স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।