বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনর হোম মার্কেট চীনে তাদের নতুন ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে। আগামী 13 জুন ফোনটি Honor Magic V Flip নামে লঞ্চ করা হবে।
কোম্পানি Honor মোল-এ এই ফোনের লিস্টিং করেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ অপশনের ডিটেইলস দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
আগামী 13 জুন কোম্পানি অফিসিয়ালি তাদের হোম মার্কেটে Honor Magic V Flip স্মার্টফোনটি লঞ্চ করবে। ওয়েবসাইট অনুযায়ী এই স্মার্টফোন তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এতে 12 জিবি RAM + 256 জিবি স্টোরেজ, 12 জিবি RAM + 512 জিবি স্টোরেজ এবং 12 জিবি RAM + 1টিবি স্টোরেজ রয়েছে।
এই ফোনটি আইরিস ব্ল্যাক, শ্যাম্পায়ন পিঙ্ক এবং কোমিলা হোয়াইট এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হবে। Honor Magic V Flip এর ডিজাইন : ইমেজ অনুযায়ী Magic V Flip স্মার্টফোনে একটি বড়ো কভার ডিসপ্লে রয়েছে। এই ফোনের উপরের কর্নারে f/1.9 অ্যাপচার এবং OIS ফিচার সাপোর্ট সহ 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
প্রাইমারি লেন্সের নীচে একটি ছোটো সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এই ফোনের নীচের দিকে এলসিডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকের কর্নারে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। তবে নীচের কোণায় সিম স্লট, ইউএসবি-সি পোর্ট এবং এক স্পিকার গ্রিল দেখা গেছে।
Honor Magic V Flip এর স্পেসিফিকেশন : এখনও পর্যন্ত Honor Magic V Flip স্মার্টফোনের বেশি স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী এই ফোনে 4500mAh ডুয়াল সেল ব্যাটারি এবং 66ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
ইমেজ অনুযায়ী Magic V Flip স্মার্টফোনে একটি বড়ো কভার ডিসপ্লে রয়েছে। তবে এখনও পর্যন্ত এর সাইজ সম্পর্কে জানা যায়নি। Honor Magic V Flip স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনের ডিটেইলস কয়েক দিনের মধ্যেই প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।