বাজার কাঁপাতে দুর্দান্ত ফিচারের দুইটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হাজির হোনার

Honor Magic5 Pro

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে সেরা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে প্রায় সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাই। বাদ যায়নি চিনা সংস্থা অনারও। এবার মোবাইল ওয়াল্ড কংগ্রেসের মঞ্চে দুর্ধর্ষ দুটি ফ্ল্যাগশিপ ফোন হাজির হল অনার। গ্লোবাল মঞ্চে তারা নিয়ে এল ম্যাজিক সিরিজের আরও দুটি জবরদস্ত ফোন। যেমন নাম, তেমনই হাইফাই স্পেশিফিকেশনায়। স্পেনের বার্সেলোনায় MWC 2023-র মঞ্চে লঞ্চ হল সেই ম্যাজিক 5 ও ম্যাজিক 5 প্রো ফোনদুটি।

Honor Magic5 Pro

দুর্ধর্ষ ডিজাইন, সুপার স্লিক বডি; প্রথম দর্শনেই মন কেড়েছে অনারের ফোন দু’টি। গত বছরই অনার ম্যাজিক 4 প্রো বাজারে এনেছিল সংস্থাটি। যা ছিল তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফোন। আর সেই ধারায় আরও পথ হাঁটতে চাইছে চিনা এই সংস্থাটি। এবার আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হল তাঁদের নতুন দুটি ফোন। যতদূর জানা যাচ্ছে, দুটিতেই রয়েছে রয়েছে একগুচ্ছ চমক। কী কী নতুন স্পেশিফিকেশনের সঙ্গে আসছে এই দুই ফোন? আসুন, দেখে নেওয়া যাক চট করে।

গত বছর থেকেই ‘আই অব মুজ’ ক্যামেরা ডিজাইনকে স্টার হুইল ট্রিপল ক্যামেরা সিস্টেমে পরিণত করেছে অনর। এ বার ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে নতুন ম্যাজিক সিরিজে। অনার ম্যাজিক5 প্রো-তে রয়েছে 6.81 ইঞ্চির ডিসপ্লে রয়েছে ফোনটিতে। যা চার দিক থেকে কার্ভড। একটি বড় এলটিপিও প্যানেল রয়েছে, যা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। 1312 x 2848px রেজোলিউশন ও 461ppi পিক্সেল ডেনসিটি সাপোর্টেড। 1,800 নিটস এইচডিআর ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। অন্যদিকে, অনার ম্যাজিক 5- এ রয়েছে 6.73 ইঞ্চির ডিসপ্লে, যা প্রো মডেলটির চেয়ে সামান্য ছোট। 1600 নিটস এইচডিআর ব্রাইটনেস পাবেন এই ফোনটিতে।

​অনার ম্যাজিক 5- এ রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট। তার সঙ্গে রয়েছে 12 GB LPDDR5X ব়্যাম ও 512GB UFS 4.0 স্টোরেজ। অ্যান্ড্রয়েড 13-এর উপর কাজ করবে ম্যাজিক ইউআই 7.1। অন্যদিকে, ম্যাজিক5 মডেলেও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট। তবে মেমরি কনফিগারেশনের দিক থেকে প্রো মডেলটির থেকে আলাদা ফোনটি। এটি আসছে ৪GB ব়্যাম ও 256 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

​অনারের ম্যাজিক 5 প্রো সিরিজে রয়েঠে ট্রিপল ক্যামেরা সেটআপ। যা এই সিরিজে সরে এসেছে 50 মেগাপিক্সেলে। মেইন মডিউলে থাকছে তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। 1/1.12” সেন্সর ও ব্রাইট f/1.6 অ্যাপারচার-যুক্ত নমেইন ক্যামেরায় রয়েছে ওআইএস সাপোর্ট। 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার পাশাপাশি পেরিস্কোপ মডিউলটিতে থাকছে সোনি IMX858 সেন্সর-যুক্ত 50MP সেন্সর। x4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট তো থাকছেই। অন্যদিকে, ম্যাজিক 5 সিরিজেও থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 54MP মেইন ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 32MP টেলিফটো মডিউল। দুটি ফোনেই থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।

​অনারম্যাজিক 5 প্রো মডেলটি আসছে 5,100mAh ব্যাটারির সঙ্গে। যা 66W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। তার পাশাপাশি 50W ওয়্যারলেস সুপারচার্জিংও সাপোর্ট করবে ফ্ল্যাগশিপ এই ফোনটতে। ফোনের সঙ্গেই ইনবক্সে মিলবে অ্যাডপ্টার ও চার্জার। অন্যদিকে, অনারের ম্যাজিক 5 মডেলেও থাকছে 5,100mAh ক্যাপাসিটির ব্যাটারি। যা সাপোর্ট করবে 66W সুপারচার্জিং। তবে এই ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই।

ফটোশুটের মধ্যেই বাতাসে উড়ে গেলো উরফির শাড়ির আঁচল, ভাইরাল ভিডিও

বেশ কয়েকটি রঙের ভেরিয়েশনে আসছে অনারের ম্যাজিক 5 প্রো মডেলটি। গ্লেসিয়ার ব্লু, মেডো গ্রিন, কোরাল পার্পেল ও অরেঞ্জ ব্ল্যাক, গ্রাহকদের জন্য় রয়েছে একগুচ্ছ অপশন। অন্যদিকে, ব্লু ও ব্ল্যাক, এই দুটি ভেরিয়েশনে আসছে অনার ম্যাজিক 5। এপ্রিল-জুন কোয়ার্টারেই বাজারে আসার কথা রয়েছে ফোন দু’টির। তবে দুঃখের বিষয়, ম্যাজিক 4 সিরিজটির মতোই ভারতে লঞ্চ হচ্ছে না অনারের এই দুটি ফ্ল্যাগশিপ ফোনও। তবে ভারতের বাইরে কেনা যাবে দুটি ফোনই। অনার ম্যাজিক প্রো মডেলটি মিলছে একটিই মাত্র স্টোরেজ ভেরিয়েশনে। যার দাম হতে চলেছে 105,000 টাকার কাছাকাছি। অন্যদিকে ম্যাজিক 5 মডেলটির দাম থাকছে 78,000 টাকার কাছেপিঠে।