বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনার তাদের জিটি সিরিজের নতুন ফোন Honor X50 GT এর লঞ্চ ডেট কনফার্ম করে দিয়েছে। আগামী 4 জানুয়ারি 2024 এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। কোম্পানি দুটি টিজার পোস্টার জারি করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। নিচে এই পোস্টে টিজার ও ফোনের ডিজাইন সহ সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
Honor X50 GT এর লঞ্চ ডেট এবং ডিজাইন
টিজার পোস্টারে দেখা যাচ্ছে Honor X50 GT ফোনটি 4 জানুয়ারি চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7:30টার সময় লঞ্চ করা হবে।
নিচের ছবিতে ব্র্যান্ড দুটি আলার দেখিয়েছে। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালারে দেখা গেছে। এর মধ্যে ব্ল্যাক মডেলের ব্যাক প্যানেল সম্পূর্ণ এক কালারের। তবে হোয়াইট মডেলে ইয়েলো স্ট্রিপ ডিজাইন দেওয়া হয়েছে।
ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে এবং এতে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে।
ফোনের ফ্রন্ট প্যানেলে কার্ভ OLED ডিসপ্লে থাকবে।
ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
এই ফোনটি দেখতে যথেষ্ট পাতলা এবং আকর্ষণীয়।
Honor X50 GT এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Honor X50 GT এর স্ক্রিন সাইজ স্মপ্রে কিছু জানা যায়নি। এতে OLED প্যানেল এবং 1.5কে রেজোলিউশন থাকতে পারে।
প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। তবে শোনা যাচ্ছে ফোনটির 24GB RAM মডেলও পেশ করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X50 GT ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5800mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।