Honor X5B Plus: দুর্দান্ত ফিচারের সঙ্গে AI ক্যামেরার সেরা স্মার্টফোন

Honor X5B Plus

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Honor এর X সিরিজে নতুন সংযোজন Honor X5B Plus, যা নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। অ্যান্ট্রি-লেভেল ক্যাটেগরিতে ডিজাইন করা এই স্মার্টফোনটি ব্যাটারি পারফরম্যান্স, স্টোরেজ, এবং AI ক্যামেরার ফিচারে নজর কাড়ছে।

Honor X5B Plus

স্মার্টফোনটির ব্যাটারি :
৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দিয়ে টানা দু’দিন ব্যবহারযোগ্য। শুধু তাই নয়, মাত্র ১০% চার্জে ১৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে সুপার পাওয়ার সেভিং মোডে। পূর্ণ চার্জে টানা ২২ ঘণ্টা ব্রাউজিং বা ২৩ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রয়েছে।

স্টোরেজ ও র‌্যাম :
১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে ৬০ হাজার ছবি, ২৪ হাজার গান বা ২০০টিরও বেশি সিনেমা সংরক্ষণ সম্ভব। এছাড়া, টার্বো র‌্যাম প্রযুক্তির মাধ্যমে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র‌্যাম বাড়িয়ে মাল্টিটাস্কিং আরও দ্রুততর করা যায়।

ডিসপ্লে :
৬.৫৬ ইঞ্চি আলট্রাস্মুথ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ব্রাইটনেস ৫৩০ নিটস। ই-বুক মোড, আই প্রোটেকশন মোড ও ডায়নামিক ডিমিং প্রযুক্তি চোখের আরাম নিশ্চিত করবে।

ক্যামেরা :
৫০ মেগাপিক্সেলের AI আলট্রাক্লিয়ার প্রধান ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিখুঁত ছবি তোলার অভিজ্ঞতা দেবে।

Infinix Hot 60 Pro: 280MP ক্যামেরার সঙ্গে ও 220W চার্জিংয়ের সেরা স্মার্টফোন

ডিজাইন ও রঙ:
মাত্র ৮.৭ মিলিমিটার পুরুত্বের আকর্ষণীয় ডিজাইন। তিনটি রঙে পাওয়া যাচ্ছে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু, স্টারি পার্পল