বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইতিমধ্যে অনর পুনরায় ভারতে সক্রিয় হয়ে উঠেছে এবং আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে দেশের মার্কেটে নতুন নতুন ফোন পেশ করা হবে। ভারতের মার্কেটে আসার আগে কোম্পানি 108MP Camera এবং 6,000mAh Battery এর মতো সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন Honor X7b গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই অনার ফোনের সম্পূর্ণ ডিটেইলস নিচে জানানো হল।
মার্কেটে Honor X7b ফোনটি 8GB RAM এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী Honor X7b ফোনের দাম $249 থেকে শুরু হবে, যা ভারতীয় টাকায় প্রায় 20,700 টাকার কাছাকাছি। আন্তর্জাতিক বাজারে এই ফোনটি Flowing Silver, Emerald Green এবং Midnight Black কালারে সেল করা হবে।
Honor X7b এর স্পেসিফিকেশন : * 6.8” 90Hz LCD Display * Qualcomm Snapdragon 680 * 8GB RAM + 256GB Storage * 108MP Triple Rear Camera * 35W 6,000mAh Battery
ডিসপ্লে – Honor X7b ফোনে 1080 রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর – Honor X7b ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য Honor X7b ফোনটিতে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।