বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি Honor জানিয়েছিল কোম্পানি শীঘ্রই মালয়েশিয়াতে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই আপকামিং ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে Honor X9b নামে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। তবে লঞ্চের আগেই এই ফোনটি ইউএইর ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক Honor X9b সম্পর্কে।
Honor X9b এর দাম এবং সেল
Honor এখনও পর্যন্ত Honor X9b এর দাম সম্পর্কে কিছু জানায়নি। এই ফোনটির ব্যাক প্যানেলে ভেগান লেদার সহ ফোনটি মিডনাইট ব্ল্যাক, এমারেল্ড গ্রীন এবং সানরাইজ অরেঞ্জ কালারে সেল করা হবে। তবে ফোনটি কোন কোন মার্কেটে সেল করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।
Honor X9b এর ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে: কোম্পানি জানিয়েছে এই ফোনে 360-ডিগ্রী অ্যান্টি ড্রপ সুরক্ষা পাওয়া যায়, যা স্কিনকে যথেষ্টভাবে সুরক্ষিত রাখে। এতে 1200 x 2652
পিক্সেল রেজলিউশন, 19.9:9 আসপেক্ট রেশিও এবং 10-কালার সাপোর্টেড 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।
প্রসেসর: Honor X9b ফোনটি স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটে রান করে।
স্টোরেজ: এই ফোনে 8GB এবং 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রি =পল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5-
মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এতে ডুয়েল সিম, 5G, ওয়াইফাই 802.11ac, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে।
ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।