দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জার টেকসই স্মার্টফোন ওনার এক্স৯ সি উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স নাইন বি এর উত্তরসূরি। ফোনটির হাত থেকে পড়ে গেলে অক্ষত থাকবে বলে কোম্পানিটির দাবি করছে।
ফোনটির ব্যাটারি চার্জ এর ২ শতাংশে নেমে আসে তখন এআই সুপার পাওয়ার সেভিং মোডের ফলে ফোনটিতে ৫০ মিনিট পর্যন্ত কথা করা যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ ফোন কলে ব্যাঘাত ঘটবে না। এই ফোনে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার মত ফিচার রয়েছে।
ওনার এর অপারেটিং সিস্টেম ম্যাজিক ওএস ৮ এর মাধ্যমে স্মার্টফোনটির ফিচারগুলো পরিচালিত হবে। ফোনটির ক্যামরাটির মধ্যে এআই মোশন সেন্সর রয়েছে। এটি গতিশীল মুহূর্তগুলোকে সঠিকভাবে ক্যাপচার করতে সাহায্য করে। এআই ইরেজার ফিচারটির ছবি এডিটিংকে আরো সহজ করে। অনারের এআই সিস্টেমকে ৮০ লাখের বেশি ছবি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে ক্যামেরার এআই ফিচার ছবিগুলোকে আরো সঠিক ও প্রাঞ্জল করে তোলে।
ফোনটি চারটি আকর্ষণীয় রঙ্গে পাওয়া যাবে। অনেক উঁচু থেকে ফোনটি পরে গেলে কোন সমস্যা হবে না। ফোনটির মধ্যে উন্নত সুরক্ষা শিল্ডের ব্যবস্থা রয়েছে। স্মার্টফোনটি একই সাথে পানি ও ধুলা প্রতিরোধী। পেছনে ১০৮ মেগাপিক্সেল ও সামনে ১৬ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লে এবং ৬ হাজার ৬০০ এমএইচ এর সিলিকন ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।