জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। এরই মধ্যে অনার এক্স৯সি ফোনটি ‘দ্য আনব্রেকেবল ফোন’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করেছে। এখানে ফোনটির ড্রপ টেস্টে একসাথে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অংশ নেয়। ২৬৪ জন একইসাথে মোবাইল ফোনটি ওপর থেকে ফেলে দিয়ে এর স্থায়িত্ব টেস্ট করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘Honor X9c’তে নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে ২ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি ক্ষতিগ্রস্ত হবে না। আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ব্যবহার করে ফোনটি আগের মডেল এক্স৯বি’র তুলনায় ১৬৬ শতাংশ বেশি টেকসই করা হয়েছে। ফোনটিতে রয়েছে তিন স্তরের পানিরোধী কাঠামো। যা ৩৬০ ডিগ্রি ওয়াটার প্রোটেকশন প্রদান করে, আর এর আইপি৬৫এম ধুলা প্রতিরোধী।
‘Honor X9c’তে ব্যবহার করা হয়েছে ৬৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে মাত্র ৪২ মিনিটে ফোনটি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আর মাত্র ৫ মিনিটের চার্জে ৭ ঘণ্টার অতিরিক্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এছাড়াও স্মার্টফোনটির ব্যাটারি ডিএক্সওমার্কের বৈশ্বিক ব্যাটারি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে। স্মার্টফোনটিতে আর্মর লেভেল প্রোটেক্টিভ কোটিং ব্যবহার করা হয়েছে। যা নিশ্চিত করবে উন্নত এনার্জি ম্যানেজমেন্ট।
ফোনটির ক্যামেরায় রয়েছে এআই পাওয়ারড ১০৮ মেগাপিক্সেল সমৃদ্ধ আল্ট্রা সেন্সিং ক্যামেরা। যা ১/১.৬৭ ইঞ্চি বড় সেন্সর এবং ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) প্রযুক্তিসম্পন্ন। ফলে ফোনটির ক্যামেরায় তোলা ছবি হবে স্পষ্ট ও ঝকঝকে। আর স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি নিশ্চিত করবে যেন, ছবি তোলার সময় হাত কেঁপে গেলেও ঝাপসা না হয়।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের বাজারে অনার এক্স৯সি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। টেকসই এ ফোনটিতে নিশ্চিত করা হয়েছে সুদীর্ঘ ব্যাটারি লাইফ। এর উন্নত ক্যামেরা প্রযুক্তি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।’
OnePlus Nord 3 Price in Bangladesh & India – Full Specifications
দেশের বাজারে টাইটেনিয়াম পার্পল, টাইটেনিয়াম ব্ল্যাক ও জেড সায়ান এই রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি মেমরি সংস্করণের ফোনটির দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।