সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ছোটদের চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার এর উদ্যেগে, উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্টান হয়। আলোচনা শেষে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও উত্তরীয় প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্টানে আফরোজা আক্তার স্মুতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আ্যাডভোকেট মোঃ রবিউল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সালাম। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, দৌলতপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ধামশ্বরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, একই ইউনিয়নের আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সারওয়ার হোসেন লিয়াকত প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধারা জানান, একই উপজেলায় বসবাস করলেও আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের সঙ্গে যোগাযোগ নাই বললেই চলে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবার সঙ্গে কথা বলা, কুশল বিনিময়সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। অনেকেই আমাদের খোঁজ-খবর নেয় না, তবে এই সংগঠন মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করেছেন এবং সম্মাননা দিয়েছেন। আজকে সহযোদ্ধাদের একসাথে দেখে মুক্তিযুদ্ধকালীন অনেক কথাই মনে পড়ে গেলো। জীবনের শেষ বয়সে এসে এমন সম্মান পেয়ে খুবই খুশি হয়েছেন বলে জানান জাতির শ্রেষ্ঠ সন্তানেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।