বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিছু দিন আগে Huawei তাদের ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ করেছিল, এরপর্ব থেকেই বাজারে তিনবার ফোল্ডেবল ফোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার Huawei এর সহায়ক কোম্পানি Honor তাদের প্রথম ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা গেছে। Honor এর নতুন ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন Huawei এর Huawei Mate X3 Ultimate ফোনের থেকেও পাতলা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে।
Honor ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন (লিক)
বেশ কিছু দিন ধরে Honor ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন সমালোচনা শোনা যাচ্ছে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা এই ফোনটির থিকনেস সম্পর্কে নতুন তথ্য মানুষের নজর কাড়বে। এই তথ্য X ইউজার টেমি (@RODENT950) মাধ্যমে জানা গেছে, তাঁর বক্তব্য অনুযায়ী Honor তাদের ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনের জন্য 10 মিমি থিকনেস রাখার কথা ভাবছেন।
Huawei Mate XT Ultimate ফোনটি ফোল্ড হলে থিকনেস 12.8 মিমি হয়ে যায়। অর্থাৎ এই ফোনটি ফোল্ড করেও সামলাতে খুব একটা সমস্যা হবে না। আবার এই ফোনটি আনফোল্ড করলে অত্যন্ত পাতলা হয়ে যাবে।
ফোল্ডেবল ফোনের সঙ্গে একটি বড়ো সমস্যা হলো, সাধারণ ক্যান্ডি বার ফোনের তুলনায় মোটা হয় এবং জিন্সের পকেটে রাখা অসুবিধা হতে পারে। অন্যদিকে iPhone 16 Pro Max ফোনটি 8.3mm থিকনেসের তুলনায় Honor ট্রাই-ফোল্ড 10mm থিকনেস হতে পারে। এখনও পর্যন্ত এই টেকনোলজি প্রাথমিক স্তরে রয়েছে, তাই ভবিষ্যতে এই ধরনের ফোন কতটা পাতলা হবে তা দেখার জন্য আমরা উৎসুকভাবে অপেক্ষা করছি।
Honor এর CEO ঝাও মিং জানিয়েছেন কোম্পানি এই ডিজাইনের উপর কাজ করছে। জুলাই মাসে একটি ইন্টারভিউ এর মাধ্যমে বলেছেন ‘পেটেন্ট লেআউট সম্পর্কে’ Honor আগেই তাদের বেশ কিছু ট্রাই-ফোল্ডে, স্ক্রল এর মতো টেকনোলজি তৈরি করেছে।
Honor তাদের Magic V3 স্মার্টফোন লঞ্চের সঙ্গেই প্রমাণ করেছে ভবিষ্যতে অত্যন্ত পাতলা ফোন তৈরি করা যাবে। ফোল্ড অবস্থায় Magic V3 ফোনটির থিকনেস মাত্র 9.3mm হয়। এটি iPhone 16 Pro Max বা ASUS ROG Phone 8 Pro এবং Samsung Galaxy S24 Ultra এর মতো Android ফোনের থাকে খুব বেশি মোটা নয়।
X ইউজার টেমি জানিয়েছেন Honor ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনটি শীঘ্রই বা পরবর্তী সময়ে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে Xiaomi, OPPO এবং Tecno মতো কোম্পানিগুলি ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে। TCL এর MWC 2020 তে একটি কনসেপ্ট ডিজাইনও দেখানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।