অনার্স পড়ুয়ার তুলতুলের সঙ্গে হাবু’র বিয়ে

হাবু

বিনোদন ডেস্ক : চাষী আলম, অনেকে তাকে ডাকেন ‌’হাবু’ নামে। কারণটা ‌’ব্যাচেলর পয়েন্ট’ নাটক। আজ (২৫ আগস্ট) হচ্ছে এ অভিনেতার বিয়ে। কনের নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।

হাবু

গতকাল ঘরোয়া আয়োজনে হয়েছে চাষীর গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে।

৫৬ বছর বয়সী চাষী বললেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাঁদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

পেন্সিলে HB বা 2B-এর অর্থ কী? অনেকেই বলতে পারেন না

জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠান চাষীর বাড়িতে হয়েছে। গুলশানের একটি ভেন্যুতে হবে বিয়ের আয়োজন।