বিনোদন ডেস্ক : ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। নিতিশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর, তা অনেকটাই নিশ্চিত। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।
রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ। সর্বশেষ তথ্য অনুসারে, রামায়ণে রামের হনুমান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সানি দেওলকে। ঘনিষ্ঠ সূত্র অনুসারে, সিনেমাটির জন্য নাম শোনা গেলেও এখনও চুক্তি সই করেননি সানি দেওল। পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলছে অভিনেতার।
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, হনুমানের চরিত্রে অভিনয় করতে ৪৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন সানি। এই বিশাল প্রজেক্টের জন্য নিজের সেরাটা উজার করে দিতে চান অভিনেতা।
নিতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর সম্ভাব্য কাস্ট জানা গেছে,‘রামায়ণ’-এর শ্যুটিং চলাকালীন অন্য কোনও কাজে হাত দেবেন না সানি। আদর্শ হনুমান হয়ে উঠতে নিজেকে ভাঙতে তৈরি সানি দেওল।
ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্যও প্রস্তুতি শুরু করেছেন ৬৫ বছর বয়সী তারকা। হিন্দু দেবতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে কোনও কমতি রাখতে চান না ধর্মেন্দ্র পুত্র। সম্প্রতি ‘গাদার ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পর সানি এখন চাহিদার শীর্ষে। তাই ৪৫ কোটি রুপিতে তাকে চুক্তিবদ্ধ করতেও প্রযোজকদের সমস্যা হবে না বলেই অনুমান করছেন অনেকে।
‘গাদার ২’-এর তুমুল সাফল্যের পর ইতোমধ্যেই পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন সানি।
‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে অভিনেতাকে। রাজ কুমার সন্তোষি পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন আমির খান। এতে ক্যামিও হিসেবে হাজির থাকতে পারেন আমির, এমনটাই শোনা যাচ্ছে আপাতত। এছাড়া ‘বর্ডার ২’ নিয়েও আলোচনা চলছে সানি দেওলের সঙ্গে। সিনেমাটির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন অভিনেতা।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।