বিনোদন ডেস্ক : ভূত মানেই একটা আতঙ্কের পরিবেশ! এমনকি হরর ফিল্ম দেখে অনেকে ভয়ে আঁতকে ওঠেন। তবে মজার বিষয় হল, সিরিয়াল হোক বা ফিল্ম আপনি সবসময় সাদা পোশাক পরিহিত মহিলা ভূত দেখতে পাবেন, যা দেখে সত্যিই ভয় লাগে! কিন্তু কখনো ভেবে দেখেছেন ভূতকে সবসময় সাদা পোশাকে দেখানো হয় কেন?
বিশেষ কারণেই চলচ্চিত্র নির্মাতারা ভূতের সিনেমাগুলিতে সাদা পোশাক ব্যবহার করেন। এর আগে জেনে নেওয়া যাক ভূত সম্পর্কে প্যারানরমাল (Paranormal) বিশেষজ্ঞরা কি বলছেন। তাদের মতে, যদি কোন ব্যক্তি মর্মান্তিক ঘটনার কারণে মারা যান এবং তাকে পরিজনেরা খুব বেশি মনে করেন, তাহলে বড় সম্ভাবনা থাকে সেই ব্যক্তির আত্মা এই পৃথিবীতে থেকে যাওয়া।
আর যদি কারোর আত্মীয়-পরিজন মৃত্যুর পর তাকে সেরকমভাবে মনে না করে তাহলে তার পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এবার আসা যাক মূল কথায়। ভুতের অস্তিত্ব রয়েছে কি নেই, এই প্রসঙ্গে না গিয়ে জেনে নেওয়া যাক মুভিতে বা সিরিয়ালগুলিতে ভূতকে সাদা পোশাকের কাস্টিং করানো হয় কেন?
যখন কেউ মারা যান, তাকে শেষবারের মতো সাদা পোশাকে দেখা যায় আর সেই দৃশ্য মানুষের স্মৃতিতে রয়ে যায়। এবার যদি কেউ খুন বা দুর্ঘটনার কারণে মারা যায়, তাহলে বিশ্বাস করা হয় যে তার অতৃপ্ত আত্মা এই পৃথিবীতে রয়ে গেছে। এভাবে একই কাহিনী ফুটিয়ে তোলা হয় সিনেমাতেও।
যেহেতু ওই ব্যক্তিকে শেষবারের মতো সাদা কাপড়ে দেখা গিয়েছিল, তাই মনে করা হয় সে আবার ফিরে এসেছে ওই একই পোশাকে। এছাড়া ভূতকে অন্ধকারে দেখানো হয়, তাই এইক্ষেত্রে সাদা পোশাক সবচেয়ে ভালো দৃশ্যমান হয়। এম্রনকি তের অন্ধকারে কাউকে সাদা পোশাকে অস্বাভাবিক আচরণ করতে দেখলে আরো বেশি ভয় লাগে। সম্ভবত এই কারণেই চলচ্চিত্র নির্মাতারা হরর সিনেমায় সাদা পোশাকের ব্যবহার করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel