জুমবাংলা ডেস্ক : সকালবেলা সূর্য ওঠার আগেই শরীরচর্চা করতে বেরিয়ে পড়েন অনেকে। কেউ কেউ আবার প্রাতর্ভ্রমণ দিয়েই দিনের শুরু করেন। কিন্তু এ ক্ষেত্রে চিরাচরিত নিয়ম ভাঙতে দেখা গেল এক মহিলাকে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে এক মহিলা রাস্তা দিয়ে স্কেটিং করছেন। মহিলার সঙ্গীও রয়েছে দু’জন। একটি কালো ঘোড়া এবং একটি কালো রঙের পোষ্য কুকুর। রাস্তার দু’পাশে সবুজ ঘাসে ঘেরা মাঠ। তার মাঝের পাকা রাস্তা দিয়েই তিন জন ছুটে চলেছে।
ভিডিওটি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ঘটনাটি কোথাকার, তা যদিও জানা যায়নি। ভিডিওটি টুইটার মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রায় ৫৫ লক্ষ নেটব্যবহারকারী এই ভিডিও দেখে ফেলেছেন। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ ৮৯ হাজার টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পছন্দও করেছেন।
Happiness.. 😊 pic.twitter.com/x425OoTB0U
— Buitengebieden (@buitengebieden) November 20, 2022
কেউ কেউ এই মহিলার পরিচয় জানতে ইচ্ছা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মহিলাটির উদ্দেশে বলেছেন, ‘‘এমন আনন্দে ভরা সকাল কে না চায়! তুমিই জীবনের আসল স্বাদ উপভোগ করছ।’’ এক জন লিখেছেন, ‘‘বাইক চালানোর থেকেও রাস্তায় এ ভাবে স্কেট করার মজাই আলাদা।’’
মহিলাটির সঙ্গে ঘোড়া এবং কুকুরটির এই বন্ধন দেখে প্রশংসায় মুগ্ধ অনেকে। অন্য এক জনের মতে, ‘‘এমন সম্পর্ক গড়ে তুলতে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকা প্রয়োজন।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।