হাসপাতালে ভর্তি তানজিন তিশা

তানজিন তিশা

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তা এখনও জানা যায়নি।

তানজিন তিশা

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। ক্যাপশনে লেখেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের ফোনকল রিসিভ করতে পারিনি।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তানজিন তিশা বলেন, আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

বিদেশ ভ্রমণের সময় ভুলেও ‘সু-সু’ শব্দটি বলবেন না

তবে তিশার কী হয়েছে, সে বিষয়েও কিছু জানাননি তিনি। তিশার ভক্তরা অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক পোস্টে কমেন্ট করে দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন তারা।