জুমবাংলা ডেস্ক : মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে শাহনাজের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
শাহনাজ পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরীর স্ত্রী। স্বামীর সঙ্গে নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় বসবাস করতেন। তার বাবার বাড়ি একই উপজেলার হাইদগাঁও গ্রামে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে গৃহবধূ শাহনাজের মরদেহ হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ওই গৃহবধূর স্বামীর ঠিকানায় গিয়ে বাসা তালাবদ্ধ দেখতে পায়।
রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না
বাসার দারোয়ান জানিয়েছে, চাবি তাকে দিয়ে পালিয়ে গেছে গৃহবধূর স্বামী প্রিন্স ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি সন্দেহজনক। এটি হত্যা, নাকি আত্মহত্যা– ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বজনদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।