টালিউড অভিনেতা জিতু কামাল বুধবার (৫ নভেম্বর) পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার বুকব্য়থার সঙ্গে কাঁপুনি জ্বর ওঠে। গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকের নজরেই রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে হাসপাতালে জিতু কামালকে দেখতে যান অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ সিনেমায় জিতুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।

একটি সূত্র জানায়, ‘এরাও মানুষ’ সিনেমার সেটেই অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল। স্বাভাবিকভাবেই সহঅভিনেতার কুশল সংবাদ নিতে হাসপাতালে পৌঁছে যান অভিনেত্রী শ্রাবন্তী। হাসপাতালে পৌঁছে অভিনেতার সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি।
এর আগে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবু সোনা সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জিতু ও শ্রাবন্তীকে। সিনেমার ফ্লোরের বাইরেও জিতুর সঙ্গে তার দারুণ বন্ধুত্ব দেখা যায়।
জানা গেছে, জিতু কামালের মাঝে মাঝে জ্বর আসছে, কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসক অনুমান করছেন সংক্রমণের কারণে জ্বর আসতে পারে। এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, চলতি বছর অভিনেতা জিতু কামালের ক্যারিয়ার গ্রাফ বেশ ভালোই। সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশনেও তিনি সুপারহিট নায়ক। দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে প্রথম থেকেই টিআরপিতে বেশ ভালো। সম্প্রতি দীতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে জড়ালেও জিতু ও দীতিপ্রিয়ার জনপ্রিয়তায় কোনো ছোঁয়া পড়েনি। বরং জিতু-দীতিপ্রিয়া জুটি এখন দর্শকদের চোখের মণি। সব বিতর্ক ভুলে দুজনেই আবার জুটি বেঁধে জমিয়ে দিচ্ছেন ছোটপর্দা।
ওটিপি ছাড়াই হ্যাক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সতর্ক থাকবেন যেভাবে
অন্যদিকে শুধু ছোটপর্দায় ধারাবাহিকই নয়, বড়পর্দায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে জুটি বেঁধে ‘গৃহপ্রবেশ’ সিনেমায় অভিনয়ে মুগ্ধ হন সিনেপ্রেমীরা। এই সময়ে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত আছেন জিতু কামাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



