হাসপাতালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, জানা গেল সর্বশেষ অবস্থা

Momen

জুমবাংলা ডেস্ক : সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিজ এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Momen

মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়।

কোরবানির ঈদে চিকেন রোস্ট বানানোর উপায়

খোঁজ নিয়ে জানা যায়, একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেন। বিকেল পৌনে ৬টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার সিএমএইচ এ ভর্তি আছেন।