হাসপাতালে ভর্তি ‘জীবন সাথী’ খ্যাত অভিনেত্রী মধুরিমা

মধুরিমা

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় টিভি অভিনেত্রী মধুরিমা চক্রবর্তীকে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ‘জীবন সাথী’খ্যাত এই অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মধুরিমা

হিন্দুস্তান টাইমসকে মধুরিমা চক্রবর্তী বলেন—‘আমি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমার আসলে ধুম জ্বর। ১০৪ ডিগ্রি জ্বর ছিল। কিন্তু কিছুতেই কমছিল না। এরপর আমার সবরকম পরীক্ষা করানো হয়। রিপোর্টে জানতে পেরেছি আমার ডেঙ্গু জ্বর হয়েছে।’

এদিকে হাসপাতালের বিছানায় তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন মধুরিমা। তাতে দেখা যায়, স্যালাইন চলছে মধুরিমার। উদ্বিগ্ন ভক্তরা তার সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

বালিকা বধূর আনন্দী’র চমক দেখে মুগ্ধ ভক্তরা

কলকাতার বিনোদন জগতের পরিচিত মুখ মধুরিমা চক্রবর্তী। ‘জীবন সাথী’ টিভি সিরিয়ালে সংকল্পর বাগদত্তা সুনীধি ওরফে নীধির ভূমিকায় দেখা যায় তাকে। কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে শেষবার দেখা যায় মধুরিমাকে।