জুমবাংলা ডেস্ক : আবারও হাসপাতালে এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া আহত সেই বানরটি। সোমবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের মূল ফটকে চলে আসে বানরটি। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ ও স্বাস্থ্যকর্মীরা তৃতীয় দিনের মতো বানরটিকে চিকিৎসাসেবা দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের গেটে অবস্থান করছিল বানরটি। পরে রবিবারের ব্যান্ডেজ খুলে আবার নতুন করে বানরটিকে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। চিকিৎসা শেষে বানরটি আবারও বাগানের দিকে চলে যায়।
জানা গেছে, ড্রেসিং করার ওষুধপত্র নিয়ে আসার পর বানরটি স্বাস্থ্যকর্মীদের কাছে চলে আসে। ব্যান্ডেজ খুলে নতুন করে ওষুধ লাগানোর সময় চুপচাপ হাসপাতালে সিঁড়ির রড ধরে বসে ছিল বানরটি। ড্রেসিং করা শেষ হলে আবারও ধীরে ধীরে বাগানের দিকে চলে যায়। এসময় হাসপাতালে আসা রোগীরা বানর দেখতে ভিড় করেন। বানরটির ছবি তুলতেও দেখা গেছে অনেককে।
গত ২ সেপ্টেম্বর বিকালে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসে বানরটি। এরপর ৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে বানরটি আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। তখন সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।