বিনোদন ডেস্ক : একজন নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে কলকাতা। জানা গেছে, ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী চিকিৎসক এবং পরে তাকে খুন করা হয়। এ নারী চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়েছেন অভিনয়শিল্পীরা। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
আরজি কর মেডিকেল কলেজে এ তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট উঠে এসেছে, কর্তব্যরত অবস্থায় হাসপাতালেই যৌন নির্যাতনের শিকার হন ওই নারী চিকিৎসক।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কলকাতায় ঘটে যাওয়া এমন ঘটনায় আর চুপ থাকতে পারলেন না ।
ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : উপদেষ্টা নাহিদ
শনিবার সকালেই ইনস্টাগ্রাম পোস্টে এ অভিনেত্রী লেখেন, নিন্দা জানানোর ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।